Space Tourism: ইসরোর সঙ্গে মহাকাশে যেতে চান? স্পেস ট্যুরিস্ট হতে গেলে যা করতে হবে আপনাকে

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 10, 2023 | 3:10 PM

ISRO: প্রায় দুই দশকের প্রচেষ্টার পর ব্লু অরিজিন এখন স্পেস ট্যুরিজম প্রধান মুখ। এবার সেই স্পেস ট্যুরিজমে নিজের জায়গা করে নিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র।

Space Tourism: ইসরোর সঙ্গে মহাকাশে যেতে চান? স্পেস ট্যুরিস্ট হতে গেলে যা করতে হবে আপনাকে

Follow Us

সমুদ্র-পাহাড়-জঙ্গল এখন অতীত। এবার ছুটি কাটানোর জন্য বেছে নিতে পারেন মহাকাশকে। বিশ্বাস হচ্ছে না? আর কিছুদিনের মধ্যেই মহাকাশ ভ্রমণের সুযোগ পাবেন আপনিও। অসম্ভবকে সম্ভব করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO)। ২০৩০ সালের মধ্যেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন ভারতীয়রা। তেমনটাই জানালেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর আধিকারিকেরা। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ভারতে ‘স্পেস ট্যুরিজম’ চালুর পরিকল্পনা চলছে। এমনকী মহাকাশ ভ্রমণের জন্য টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়ে গিয়েছে।

২০৩০ সালের মধ্যেই ভারতে শুরু হয়ে যাবে স্পেস ট্যুরিজম। স্পেস টুরিজমের নিজস্ব মডিউল থাকবে ইসরোর কাছেও। হাতে মাত্র আর ৭ বছর। তার মধ্যে মহাকাশযানে চেপে স্পেস স্যুট পরে ঘুরে আসতে পারবেন মহাকাশ থেকে। যাঁরা এই স্পেস ট্যুরিজমের অংশ হবেন, তাঁদের নাম সরাসরি যুক্ত হয়ে যাবে অ্যাস্ট্রোনটদের সঙ্গে। কিন্তু আপনার এই স্পেস ট্যুরিজমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে টিকিটের অঙ্ক।

ইসরো ইতিমধ্যে মহাকাশ ভ্রমণের জন্য টিকিটের মূল্যও নির্ধারণ করে ফেলেছে। মহাকাশে বেড়াতে গেলে আপনাকে ৬ কোটি টাকা দিয়ে আসন বুক করতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি ৬ কোটি টাকা থাকে, তাহলে মহাকাশ ভ্রমণে আর কোনও বাধা নেই। তবে, এই টিকিটে সাব-অরবিটাল স্পেসে নাকি অরবিটাল স্পেসে বেড়াতে যেতে পারবেন, তা এখনও ঠিক হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই টাকার অঙ্কে সাব অরবিটাল স্পেসেই ট্যুর করাবে ইসরো। যদিও এই টিকিটের মূল্য গ্লোবাল মার্কেট খতিয়ে দেখেই নির্ধারণ করা হয়েছে।

টেসলার মালিক ইলন মাস্ক বলেছিলেন আগামী কয়েক বছরের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছে যাবে। সেই এলন মাস্কেরও রয়েছে ‘স্পেস ট্যুরিজম’-এর ব্যবসা। সংস্থার নাম স্পেসএক্স (SpaceX)। এমনকী আরও দু’টি সংস্থা রয়েছে যারা এই স্পেস ট্যুরিজমের অংশ। ব্লু অরিজিন (Blue Origin) ও ভার্জিন গ্যালাকটিক (Virgin Galactic)। ৪৫০,০০০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৪ কোটি টাকা) থেকে শুরু হয় স্পেসফ্লাইটের টিকিট। ২০২১-এ যখন ভার্জিন গ্যালাকটিকের ফ্লাইট প্রায় ৫৩ মাইল পৌঁছে গিয়েছে, তখন ব্লু অরিজিনের ফ্লাইট উড়ছিল ৬২ মাইল উপরে।

ব্লু অরিজিন ২০২১ সালে তিনটি ফ্লাইটে ১৪ জন মানুষকে মহাকাশে পাঠিয়েছিল। ২০২২ সালে প্রথম ছ’জন পর্যটককে ব্লু অরিজিন নিয়ে নিউ শেপার্ড-২০ মিশনে গিয়েছিল। প্রায় দুই দশকের প্রচেষ্টার পর ব্লু অরিজিন এখন স্পেস ট্যুরিজম প্রধান মুখ। এবার সেই স্পেস ট্যুরিজমে নিজের জায়গা করে নিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র।

Next Article
Elephant Feeding Stores: খাবারের খোঁজে অরণ্য ছেড়ে লোকালয়ে হামলা হাতির, প্রতিরোধে তৈরি হচ্ছে ভাণ্ডারা