বিদেশে এমন বিচিত্র ঘটনা বা জায়গা থাকে, তা অনেকেই জানেন। কিন্ত এ দেশেও এমনটা যে আছে, তা অধিকাংশই জানেন না। অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্যি। রাজস্থানে এমন রেলওয়ে স্টেশন রয়েছে, যেখানে স্টেশনের অর্ধেক রয়েছে মধ্য প্রদেশে, অর্ধেক রয়ছে রাজস্থানে। ভবানী মান্ডি। স্টেশনটির নাম। এমনও হয়, এই স্টেশনের দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিন এক রাজ্যে, অন্যদিকে গার্ড অফ কোচ অন্য রাজ্যে।
রাজস্থানের ঝালাওয়ার জেলার এই অনন্য রেল স্টেশনটি দিল্লি-মুম্বই রুটের উপর অবস্থিত। ট্রেনের ইঞ্জিন রাজ্স্থানে থাকতে দেখে গার্ডের কোচ তখনও প্রতিবেশী মধ্যপ্রদেশে রয়েছে। রাজস্থান-মধ্যপ্রদেশ সীমান্তে অবস্থানের কারণে ভবানী মান্ডি স্টেশনের এই অনন্য বৈশিষ্ট্য রয়েছে।
স্টেশনটিও অভিনব। স্টেশনের এক পর্যায়ে রাজস্থানের নামে একটি বোর্ড রয়েছে, অন্যপ্রান্তে রয়েছে মধ্যপ্রদেশের নামে বোর্ড। রেলওয়ে স্টেশনটির আরও একটি অভিনবত্ব রয়েছে। টিকিট বুক করতে যে সব যাত্রীরা আসেন, তাঁদের অধিকাংশই নিজেদের মধ্যপ্রদেশের বাসিন্দা বলে পরিচয় দেন। কিন্তু টিকিট বুকিং অফিসটি রয়েছে রাজস্থানে।
শুধু রেলওয়ে স্টেশন নয়, এলাকায় অনেক বাড়ি আছে, যার সামনের দরজা মধ্যপ্রদেশের ভাইসোদামণ্ডি শহরে দিকে আর পেছনের দরজা ভবানী মন্ডির দিকে অবস্থিত।
কর্মকর্তাদের মতে, দেশের এই অদ্ভূত ভৌগোলিক অবস্থার পুরোপুরি ফায়দা কুলছে মাদক বিক্রেতারা। কারণ তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে দ্রুত। ২০১৮ সালে প্রযোজিত বলিউড কমেডি ফিল্ম “ভবানী মন্ডি টেসান” এই শহরের বিভিন্ন গল্প বর্ণনা করেছে।
আরও পড়ুন: Andaman And Nicobar Islands: আন্দামানে বেড়াতে গেলে এই ৫ জায়গা মিস করলে একেবারেই চলবে না!