প্যাচপ্যাচে ঘাম এড়িয়ে গরমে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে চান অনেকেই। সমুদ্রের ঢেউ আর তার শব্দ, বালুচর সব নিয়ে শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে গরমের ছুটি কাটাতে কার না মন চায়! যদিও এখন মানুষ ছবির মতো সুন্দর জায়গায় বেড়াতে যেতে চায়। এমন জায়গা বেছে নেয়, যার ছবি যেন ইনস্টা ফিডে শোভা পায়। তাই এখন ডেস্টিনেশনের সঙ্গে তাল মিলিয়ে পোশাকও বেছে নেয়। যেমন হাইকিংয়ে গেলে টাউজার, পাহাড়ে গেলে জিন্স তেমনই সমুদ্র সৈকতে বিকিনি। ভারতের সমুদ্র সৈকতে বিকিনি পরার চল নেই বললেই চলে। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বিকিনি পরার ইচ্ছা হলেও অনেকেই কিন্তু বোধ করেন। তবে, ভারতে এমনও কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে, যেখানে আপনি নির্দ্বিধায় বিকিনি পরতে পারেন এবং ছুটি কাটাতে পারেন।
ভারকালা বিচ, কেরল- গরমে অনেকেই কেরল বেড়াতে যেতে চান না। কিন্তু কেরলের ভারকালা বিচে গেলে আপনি গরম কম অনুভব করবেন। তার উপর এখানকার শান্ত পরিবেশ আর শীতল সমুদ্রের জল আপনার ভ্যাকেশনকে আরও সুন্দর করে তুলবে। এই সমুদ্র সৈকতে আপনি বিকিনি পরতে পারেন। আপনার ইনস্টাগ্রামের জন্যও সেরা এই ডেস্টিনেশন।
মামাল্লাপুরম সমুদ্র সৈকত, তামিলনাড়ু- বিকিনি পরে যদি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসতে পারেন তামিলনাড়ুর মামাল্লাপুরম সমুদ্র সৈকত। এখানকার সমুদ্র সৈকতে আপনি বিকিনি পরে ছবিও তুলতে পারেন। যদিও এই সমুদ্র সৈকত গরমকালে এড়িয়ে যাওয়াই ভাল।
ওম বিচ, কর্নাটক- বালুচরে শুয়ে যদি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসুন কর্ণাটকের ওম বিচ থেকে। কাছেই রয়েছে গোকর্ণ। পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় গোকর্ণ। গোকর্ণ উপকূলীয় শহরের কোলেই অবস্থিত এই ওমবিচ। যেহেতু এই বিচের আকার ওঁ, তাই জায়গার নামও ওম বিচ। এই
পালোলেম বিচ, গোয়া- দক্ষিণ গোয়ায় অবস্থিত এই পালোলেম বিচ পর্যটকদের কাছে প্যারাডাইস বিচ নামেও পরিচিত। যদিও গোয়া গেলে অনেকেই বিচ ফ্রেন্ডলি পোশাক পরেন। তবে এই পালোলেম বিচে আপনি বিকিনি পরে সমুদ্র সৈকত সময় কাটাতে পারবেন।
রাধানগর বিচ, আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ- বিশ্বের সেরা সমুদ্র সৈকতের তালিকায় রয়েছে রাধানগর বিচ। একদিকে জঙ্গল আর এক দিকে নীল জলরাশি। এই সমুদ্র সৈকতে সাদা বালির চর। এখানে আপনি বিকিনি পরে ফটোশ্যুট করতে পারেন।