কাশ্মীর বেড়াতে যাবেন? জেনে নিন কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কী কী মানতে হবে আপনাকে

এই গ্রীষ্মে পর্যটন শিল্পের উন্নতি হওয়ার আশা দেখেছিল কাশ্মীরের পর্যটন শিল্প।

কাশ্মীর বেড়াতে যাবেন? জেনে নিন কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কী কী মানতে হবে আপনাকে
Follow Us:
| Updated on: May 10, 2021 | 9:32 PM

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সারা পৃথিবীর মানুষ। খুবই ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প। কাশ্মীরের পর্যটন শিল্পেও পড়েছে তার কোপ। যদিও অক্টোবর মাসে এই খারাপ পরিস্থিতি থেকে অনেক বেরিয়ে আসার চেষ্টা করে এসেছে তারা। আর এই গ্রীষ্মে পর্যটন শিল্পের উন্নতি হওয়ার আশা দেখেছিল কাশ্মীরের পর্যটন শিল্প। বছরের শেষে কাশ্মীরের বরফ খুবই উপভোগ করেছেন পর্যটকরা।

কাশ্মীর পর্যটন শিল্পে আরও উন্নতি হয়েছিল এই বছরের শেষে। কোভিডের কারণে কেউ বিদেশ ভ্রমণে যেতে পারছেন না৷ এমনিতেই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। মার্চে কাশ্মীরের টিউলিপ গার্ডেনও খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। প্রচুর মানুষ ঘুরতেও গেছে৷

আরও পড়ুন: মিউজিয়ামে ভার্চুয়াল ট্যুর, মুম্বইয়ের ৯৯ বছরের পুরনো সংগ্রহশালায় হয়েছে এই আয়োজন

তবে করোনার এই দ্বিতীয় ঢেউয়ে আবারও মুখ থুবড়ে পড়েছে এই শিল্প। হোটেলের কর্মী থেকে শিকারার মালিক, স্টেক হোল্ডাররা খুবই সমস্যার মুখে। সারা দেশ লড়ছে এই মহামারী তে৷ তাই এই প্রকোপ থেকে বাদ নেই কাশ্মীরও।