স্কাই পুলে মেতেছে নেটদুনিয়া! লন্ডনে গেলে ভাসমান স্যুইমিং পুলে গা ভেজাতে ভুলবেন না যেন

aryama das |

Jun 02, 2021 | 5:40 PM

২৫ মিটার ট্রান্সপারেন্ট পুল, তাও আবার দুটি ১০তলা বিল্ডিংয়ের মধ্যিখানে অবস্থিত স্যুইমিং পুলের ছবি ও ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্কাই পুলে মেতেছে নেটদুনিয়া! লন্ডনে গেলে ভাসমান স্যুইমিং পুলে গা ভেজাতে ভুলবেন না যেন
ছবি সৌজন্যে টুইটার

Follow Us

২৫ মিটার ট্রান্সপারেন্ট পুল, তাও আবার দুটি ১০তলা বিল্ডিংয়ের মধ্যিখানে অবস্থিত স্যুইমিং পুলের ছবি ও ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।রোমাঞ্চকর তো বটেই, কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ এই পুল এখন নেটদুনিয়ায় ট্রেন্ডিং।

দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমসের একটি ফ্ল্যাটের দুটি ব্লকের মধ্যে খানে রয়েছে নীল জলের স্যুইমিং পুল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের রিপোর্ট বলছে, এমব্যাসি গার্ডেনস ফ্ল্যাটের এই অসাধারণ ও নজরকাড়া স্যুইমিং পুলটি থেকে দ্য লন্ডন আই ও দ্য হাউসেস অফ পার্লামেন্টকে দেখা যায়।

আরও পড়ুন: জগন্নাথ মন্দির, মনোরম সমুদ্রসৈকত ছাড়াও পুরীতে রয়েছে অনেক কিছু! জানুন

৫ মিটার চওড়া ও ৩ মিটার গভীর এই পুলে গা ভেজাতে পারবেন শুধুমাত্র ওই বহুতলের আবাসিকরাই। আর এটাই বিশ্বের প্রথম ভাসমান স্কাই পুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। লন্ডনে বেড়াতে গেলে নিজের চোখে দেখে আসতে পারেন এমন আশ্চর্য পুল । যদি ওই পুলে গা ভেজাতে চান, তাহলে ফ্ল্যাটের আবাসিক হতে যেতে পারেন, না হলে সেখানকার কোনও আবাসিকের সঙ্গে বন্ধুত্ব পাতাতে ক্ষতি কী! নীল জল, ট্রান্সপারেন্ট স্যুইমিং পুলের নীচে দিয়ে দেখা যাচ্ছে কালো রাস্তা ও চলন্ত গাড়ির গতিবিধি। দূরে দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত লন্ডন আই। নীল আকাশের নীচে, ভাসমান নীল জলে সাঁতার কাটার অভিজ্ঞতাই আলাদা।

Next Article