দেশের বাইরে পা রাখতে কে না ভালবাসেন। বিদেশ ভ্রমণ যেন এক স্বপ্ন। আসলে কুয়োর ব্যাঙ হয়ে থাকতে চান না কেউই। কিন্তু পকেটটা যে বড়ই ছোট। মধ্যবিত্ত জীবনের যাপন বজায় রাখতে শখ মেটে না অনেকেরই। তবুও একবার অন্তত বিদেশের মাটি ছুঁয়ে দেখার সাধ জাগে। তার জন্য ফিক্সড ডিপোজিটও ভাঙেন অনেকে। কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে, যেখানে গেলে রেস্ত লাগে কম। বিদেশ ভ্রমণের স্বাদ মেলে বেশি। ছবিতে দেখুন সেই সব জায়গা। ঘুরে আসুন দল বেঁধে কিংবা একান্তে।