থাইল্যান্ড—এশিয়া মহাদেশের অন্যতম ভ্রমণস্থান থাইল্যান্ড। রয়েছে একাধিক সৈকত, পাহাড় সবটাই।
শ্রীলঙ্গা—ভারতের দক্ষিণ প্রান্তের প্রতিবেশী দেশ। রয়েছে পাহাড়, সমুদ্র, জঙ্গল।
ক্যাম্বোডিয়া—প্রকৃতি ও ঐতিহ্যের সহাবস্থান।
নেপাল—ভারতের উত্তর প্রান্তের পাহাড়ি প্রতিবেশী। অনেকটা দেশের মতোই অনুভূতি মেলে সেখানে।
দুবাই—বড় বড় ইমারত, সমুদ্র, বিলাস; অন্যতম ভ্রমণস্থল।
চিন—খাদ্য থেকে প্রযুক্তি; চিন মানেই প্রগতি, চিন মানেই রহস্য।
ভিয়েতনাম—আন্দোলনের আর এক নাম ভিয়েতনাম। তবে খরচের হিসাবে বেজায় সস্তা।
সিঙ্গাপুর—আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।
মালেশিয়া—পাহাড়, সমুদ্র, জঙ্গলে ঘেরা এক মায়াবী স্থান।
বাংলাদেশ—ভারত থেকে বিচ্ছিন্ন হয়েও যেন ভারতেরই মতো এক প্রতিবেশী।