Indian Railway: ভারতের এই রাজ্যে রয়েছে একটি মাত্র রেল স্টেশন, ১৩ লক্ষ মানুষের ভরসা বইরবি

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 17, 2023 | 9:40 AM

Bairabi Railway Station: একটি মাত্র স্টেশন, তার কদর বেশি—এমনটাও নয়। অতি সাধারণ এই রেল স্টেশন। বরং, এই স্টেশন অত্যাধুনিক সুযোগ-সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। যদিও ২০১৬ সালের আগে এই স্টেশনটি খুবই ছোট ছিল। ২০১৬-তে স্টেশনটির সংস্করণ করা হয়।

Indian Railway: ভারতের এই রাজ্যে রয়েছে একটি মাত্র রেল স্টেশন, ১৩ লক্ষ মানুষের ভরসা বইরবি

Follow Us

দেশের ‘লাইফলাইন’ বলা হয় ভারতীয় রেলকে। দেশের প্রায় ৩ কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে ট্রেনের মাধ্যমে। ১১৫,০০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ভারতীয় রেলের নেটওয়ার্ক। আর সেই কারণেই বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। দেশের প্রায় প্রতিটা কোণায় রয়েছে রেল স্টেশন। দেশের মোট ৭,৩৪৯ স্টেশন থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। তবে, দেশের এমনওএকটি রাজ্য রয়েছে, যেখানে রয়েছে একটি মাত্র রেল স্টেশন। সেখানেও প্রতিদিন হাজার-হাজার মানুষ যাতায়াত করেন এবং কারও কোনও সমস্যা হয় না।

উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মিজোরাম। একদিকে ত্রিপুরা আর মণিপুর আর এক পাশে বাংলাদেশ। কিন্তু এই রাজ্যে রেল স্টেশনের সংখ্যা মাত্র একটি। মিজোরামের সেই একটি মাত্র রেল স্টেশন হল বইরবি। বইরবি রেল স্টেশন ছাড়া এ রাজ্যে আর কোনও স্টেশন নেই। তাই মিজোরামের বাসিন্দাদের ভরসা বইরবি। তবে, এখান থেকে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেনও চলাচল করে।

একটি মাত্র স্টেশন, তার কদর বেশি—এমনটাও নয়। অতি সাধারণ এই রেল স্টেশন। বরং, এই স্টেশন অত্যাধুনিক সুযোগ-সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। যদিও ২০১৬ সালের আগে এই স্টেশনটি খুবই ছোট ছিল। ২০১৬-তে স্টেশনটির সংস্করণ করা হয়। রাজ্যের একটি মাত্র স্টেশন হওয়ায়, সেটি বড় করা হয়। পাশাপাশি কিছু সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে।

আইআরসিটি থেকে যদি বইরবি যাওয়ার জন্য টিকিট কাটতে চান, তাহলে BHRB কোড ব্যবহার করতে হবে। এটাই বইরবি স্টেশনের কোড। স্টেশন জুড়ে মাত্র ৩টি প্ল্যাটফর্ম‌ রয়েছে এখানে। বইরবি রেল স্টেশনটি অসমের কাটাখাল জংশনের সঙ্গে যুক্ত, যা এখান থেকে ৮৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। মিজোরামে জনসংখ্যা প্রায় ১৩ লক্ষ। আর এই লক্ষাধিক মানুষের রেলপথে যাতায়াতের ভরসা বইরবি।

Next Article