
বিয়ের অনুষ্ঠানে থাকে নানান রীতি-রেওয়াজ। সুষ্ঠুভাবে সেগুলি সম্পন্ন করার দায়িত্ব পরিবারে, তেমনি আপনারও উচিত করোনাকালে পরিবার ও আপনজনদের খেয়াল রেখে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা নির্ণয় করার উচিত।

উদয়পুর- স্বপ্নের মতো সাজানো ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করলে উদয়পুরের রয়্যাল প্যালেসগুলি হল পারফেক্ট ডেস্টিনেশন। রাজকীয় ও বিলাসীতার ছোঁয়া, প্রাচীন ভারতের ঐতিহ্য, আরাবল্লী পাহাড়ের বুকে বিয়ের ভেন্যু ঠিক করা, সব মেয়েদের কাছে স্বপ্ন।

আলেপ্পি- বর্ষায় সেরা বিয়ের জায়গা হল আলেপ্পি। হাইসবোট, সবুজ শস্যক্ষেত, সারি সারি নারকেল গাছ, ব্যাক ওয়াটারকে সাক্ষী রেখে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করতে পারেন সহজেই। এখানে বিয়ের জন্য স্পেশাল হাউজবোট পাওয়া যায়।

কোভালাম- কোভালামে দুর্দান্ত সব হোটেল ও রিসর্ট রয়েছে, যেখানে আপনি বিয়ের সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে পারবেন। নীল সমুদ্র, সবুজে ঘেরা শহরে ব্যাক ওয়াটারের একটি হাউসবোট পছন্দ করে, সুন্দর করে সাজিয়ে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে একান্তে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে পারেন।

গোয়া- বর্ষার মরসুমে যদি ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবেন, তাহলে গোয়া হল পারফেক্ট ডেস্টিনেশন। এই সময়ে পর্যটকদের ভিড় কম থাকে, তাই ওয়েডিং ভেন্যু ঠিক করে বিচ ওয়েডিংয়ের প্ল্যান করতে পারেন। সঙ্গে নাইটলাইফের অন্য মজার ব্যবস্থা তো রয়েছেই।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ- জীবনের শ্রেষ্ঠদিনটিতে সারাজীবনের মত সতেজ করে তুলতে এই সুন্দর দ্বীপপুঞ্জে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য পরিকল্পনা করতে পারেন। রস আইল্যান্ড, হ্য়াভলক আইল্যান্ডের মতো জনপ্রিয় দ্বীপগুলিতে বিয়ের ভেন্যু ঠিক করতে পারেন। প্ল্যানারদের দিয়ে রোম্যান্টিক সেটআপ তৈরি করলে বিয়ের আসর জমে যাবে একেবারে।