Kalimpong: লাভা-লোলেগাঁও পুরনো হয়ে গিয়েছে? এই নববর্ষে ছুটি কাটান কালিম্পংয়ের মুনথুমে

Offbeat Destination: মুনথুমের খুব কাছেই অবস্থিত পানবুদারা। এই পানবু ভিউ পয়েন্ট থেকে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তার সঙ্গে তিস্তার অপূর্ব দৃশ্য।

Kalimpong: লাভা-লোলেগাঁও পুরনো হয়ে গিয়েছে? এই নববর্ষে ছুটি কাটান কালিম্পংয়ের মুনথুমে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 12:26 PM

কালিম্পংয়ের লাভা, লোলেগাঁও যায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। আর এখন তো কালিম্পংয়ের অন্যান্য পাহাড়ি গ্রামগুলো পর্যটকদের মধ্যে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তেমনই একটি পাহাড়ি অফবিট ডেস্টিনেশন হল মুনথুম গ্রাম। গরমে হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে অনেকেই পাহাড়ে পারি দিচ্ছেন। পকেটের অবস্থার কথা বিবেচনা করে, আপনি মুনথুম গ্রামকে বেছে নিতে পারেন।

কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মুনথুম গ্রাম। মাত্র ১০-১২টি পরিবারকে নিয়ে গড়ে উঠেছে এই পাহাড়ি গ্রাম। সুতরাং, এখানে শহুরে কোলাহল, দূষণ কিছু নেই। আছে শুধুই প্রাকৃতিক শান্তি। স্থানীয় ভাষায় ‘মুনথুম’ কথার অর্থ হল ‘চাঁদ কা উজালা’ অর্থাৎ পূর্ণিমা। পূর্ণিমার রাতে সুন্দর দেখায় এই পাহাড়ি গ্রামকে। যদিও এই গ্রাম ঘন সবুজ জঙ্গলে ঘেরা। নিরিবিলি পরিবেশ, পাখির ডাক সব নিয়ে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে মুনথুম গ্রাম।

মুনথুমে রাত কাটানোর জন্য হোমস্টের সুবিধা রয়েছে। পাহাড়ের ঢাল তৈরি হয়েছে কটেজগুলো। বাঁশ ও বেত দিয়ে তৈরি কটেজ। চারদিক ঢাকা গাছগাছালিতে। এখান থেকে সূর্যোদয় দেখার মজাই আলাদা। তাছাড়া মুনথুম গ্রাম থেকে দেখা যায় কালিম্পং শহর। ১৮০ ডিগ্রিতে দেখা যায় পুরো উপত্যকা। তবে, মুনথুমে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার ভাল দৃশ্য দেখতে পাবেন না। তার জন্য আপনাকে যেতে হবে পানবু ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট মুনথুমের খুব কাছেই অবস্থিত। এছাড়া গ্রামের উপরেও রয়েছে একটি ভিউ পয়েন্ট। এছাড়া গ্রামের কাছেই রয়েছে পালা নদী। রোদ পোহাতে একবেলা কাটাতে পারেন এই নদীর তীরে।

মুনথুমের খুব কাছেই অবস্থিত পানবুদারা। এই পানবু ভিউ পয়েন্ট থেকে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তার সঙ্গে তিস্তার অপূর্ব দৃশ্য। ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পানবুদারাও একটি অফবিট পর্যটন কেন্দ্র। কালীঝোরা হয়ে মুনথুম বা পানবুদারা পৌঁছালে আপনি দেখতে পাবেন সেবকের রেল ব্রিজ আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ। লাভা, লোলেগাঁও বা ডেলো ঘুরে অনায়াসে ঘুরে নিতে পারেন এই মুনথুম গ্রাম। আবার চারখোল, কাফেরগাঁও যাওয়ার পথে পানবুদারা হয়ে ঘুরে আসতে পারেন মুনথুম।

নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে আপনি পৌঁছে যেতে পারেন মুনথুম। প্রায় ২৯ মাইলের পথ। আবার কালিম্পং হয়েও পৌঁছে যেতে পারেন এই পাহাড়ি গ্রামে। মুনথুমের কটেজে রাত কাটানোর খরচ থাকা-খাওয়া নিয়ে মাথাপিছু ১৫০০-২০০০ টাকা। সুতরাং, কম খরচে কালিম্পংয়ের বুকে নববর্ষ কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন আপনি পাহাড়ি গ্রাম থেকে।