Daragaon: গুগল দিচ্ছে না কোনও অফবিটের সাজ়েশন? রইল দারাগাঁওয়ের ঠিকানা

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 29, 2023 | 10:51 AM

Kalimpong: কালিম্পংয়ের অন্যতম অফবিট ডেস্টিনেশনে এই দারাগাঁও। এখানে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে। কিন্তু তুলনামূলকভাবে ভিড় কম। আর একবার পাহাড়ি গ্রামে ঢুকে পড়লে আপনি ভুলে যাবেন কংক্রিটের শহরকে।

Daragaon: গুগল দিচ্ছে না কোনও অফবিটের সাজ়েশন? রইল দারাগাঁওয়ের ঠিকানা

Follow Us

গরম থেকে স্বস্তি পেতে অনেকেই পাড়ি দিচ্ছেন পাহাড়ে। আপনিও যদি তাদের মধ্যে একজন হোন, ডেস্টিনেশনের খোঁজে মুখিয়ে থাকেন, তাহলে ঘুরে আসুন দারাগাঁও থেকে। কালিম্পংয়ের অন্যতম অফবিট ডেস্টিনেশনে এই দারাগাঁও। এখানে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে। কিন্তু তুলনামূলকভাবে ভিড় কম। আর একবার পাহাড়ি গ্রামে ঢুকে পড়লে আপনি ভুলে যাবেন কংক্রিটের শহরকে। শান্ত, নিরিবিলি পরিবেশে মন চাইবে সারাজীবনে দারাগাঁওয়ে থেকে যেতে।

কালিম্পংয়ের কোলে অবস্থিত হলেও সিকিমের সিল্ক রুটের যাত্রা অনেকেই এই দারাগাঁও থেকে শুরু করেন। কেউ কেউ থাকতে ভালবাসেন নদীর পাড়ে ইচ্ছেগাঁও, সিলারি গাঁওতে। আবার কারও পছন্দ নির্জন দারাগাঁও। তবে কালিম্পং ছাড়িয়ে তিস্তার পার ধরে আপনাকে এগিয়ে যেতে হবে রামধুরার পথে। এটাও একটা পাহাড়ি গ্রাম। রামধুরার পথ ছাড়িয়ে সোজা মিনিট কুড়ি গেলেই পৌঁছে যাবেন দারাগাঁও। পথে ইচ্ছে গাঁও পড়বে। রামধুরা, ইচ্ছে গাঁও, দারাগাঁও এই সব পাহাড়ি গ্রামগুলো নিজের মতো করে সুন্দর। তবু এক এক জায়গা থেকে পূর্ব হিমালয়ের নৈসর্গিক দৃশ্য উপভোগ করা যায়।

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম দারাগাঁও। চারদিক ঢাকা সবুজে। গ্রাম ঘিরে দাঁড়িয়ে পাইনের সারি। উপর থেকে দেখা যায় তিস্তার বয়ে চলা। আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। যদিও আকাশ পরিষ্কার থাকলে তবেই তার দেখা মেলে। এই দারাগাঁওয়ের অন্য এক বৈশিষ্ট্য রয়েছে। এই দারাগাঁওকে ঘিরে রয়েছে সিঙ্কোনা গাছ। গ্রামের পথ ধরে শুধুই সিঙ্কোনা গাছের সারি। এখানের স্থানীয় বাসিন্দাদের জীবিকাও এই সিঙ্কোনা গাছকে ঘিরে। কারণে এই সিঙ্কোনা গাছ থেকেই ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়।

সন্ধের দারাগাঁও খুব মায়াবী। কারণ সূর্য ডুব দিলেই আলো জ্বলে ওঠে দূরের পাহাড়ে। তখন অন্যরূপে দেখা যায় দার্জিলিং, কালিম্পং ও সিকিমের পাহাড়গুলোকে। দারাগাঁও থেকে গ্যাংটক, রাবাংলার পাহাড়ও দেখা যায়। তাছাড়া এই পাহাড়িগ্রাম থেকে অনেকেই সিল্ক রুটের যাত্রা করেন। তাই বুঝতেই পারছেন, সিকিম খুব দূরে নয়। দারাগাঁও থেকে ঘুরে নেওয়া যায় আশেপাশের জায়গাও। কাছেই রয়েছে একটি ব্রিটিশ বাংলো, শিব ধাম, হনুমান মন্দির ও একটা ছোট্ট পার্ক। এই দারা ব্রিটিশ বাংলোয় আপনি রাত কাটাতেও পারেন। এছাড়া দারাগাঁও থেকে ঘুরে নিতে পারেন ইচ্ছে গাঁও, সিলেরি গাঁও, রামধুরা, রামিতে ভিউ পয়েন্ট। এখানে থাকার জন্য ছয়-সাতটি হোমস্টে রয়েছে। তাই বছরের যে কোনও সময় চলে আসুন আর উপভোগ করুন দারাগাঁওকে।

Next Article