AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাউন্ট এভারেস্টে ছবি তুললে বা ভিডিয়ো করলেই দিতে হবে জরিমানা

মাউন্ট এভারেস্টে ছবি তোলা এবং ভিডিয়ো করা যাবে না। ডিপার্টমেন্ট অব ট্যুরিজম কঠোর ভাবে জানিয়ে দিয়েছে, পর্বত আরোহীরা ছবি তুলে বা ভিডিয়ো করে বিভিন্ন গ্রুপে শেয়ার করলে সেই আরোহীকে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

মাউন্ট এভারেস্টে ছবি তুললে বা ভিডিয়ো করলেই দিতে হবে জরিমানা
মাউন্ট এভারেস্ট
| Updated on: Mar 12, 2021 | 11:52 AM
Share

পর্বত আরোহীদের জন্য সুখবর ও দুঃসংবাদ। ভূপেন হাজারিকার ভাষায় বলতে গেলে, ‘জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’। হ্যাঁ, আপনি মাউন্ট এভারেস্ট যাচ্ছেন ক্যামেরা এবং মোবাইল ছাড়াই। ভাবুন তো.. একটা ছবি- মাউন্ট এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা হাতে আপনি দাঁড়িয়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে ঘুরছে বা খবরের কাগজের প্রথম পাতায়। একটা ছবিই আপনার সমস্ত সাফল্যের গল্প বলে দিতে পারে এক লহমায়।

যদি তা না হয়? তবে আপনার কি এভারেস্ট ঘোরাটা একেবারেই বৃথা? একেবারেই না। আপনি এবার ছবি ছাড়াই মাউন্ট এভারেস্টে কাটানো প্রতিটা মুহূর্তের গল্প আজীবন শোনাবেন বন্ধুবান্ধবদের। রাতে মাইনাস ২৫ ডিগ্রীতে আগুন জ্বালিয়ে কফি খেতে খেতে গাওয়া আপনার পছন্দের গানের গল্প অথবা বরফ-ঝড়ে আটকে পড়ার বিশেষ স্মৃতি শেয়ার করলেন কাছের মানুষের সঙ্গে… কিংবা কেমন কেটেছে কোনও মৃতদেহ দেখার পরে সেই রাতটা?

মাউন্ট এভারেস্টে পর্বতারোহী

মাউন্ট এভারেস্টে পর্বতারোহী

নেপালের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, পর্যটন মন্ত্রক এবং নাগরিক মন্ত্রক একইসঙ্গে ঘোষণা করে এবার থেকে মাউন্ট এভারেস্টে ছবি তোলা এবং ভিডিয়ো করা যাবে না। ডিপার্টমেন্ট অব ট্যুরিজম কঠোর ভাবে জানিয়ে দিয়েছে, পর্বত আরোহীরা ছবি তুলে বা ভিডিয়ো করে বিভিন্ন গ্রুপে শেয়ার করলে সেই আরোহীকে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

আরও পড়ুন: থাইল্যান্ডের ব্রেকফাস্ট খ্যাত এই শহর হোক আপনার ডেসটিনেশন

পর্বত আরোহী তথা নথি রক্ষক নিমল পুর্যা সম্প্রতি মাউন্ট এভারেস্টে ‘ট্রাফিক জ্যাম’-এর এক ছবি পোস্ট করেন। ২০১৯-এর মে মাসে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভা ইরাল হয়। এরপর আন্তর্জাতিক মিডিয়ায় হিমালয়ের বাস্তুতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে। সূত্র মারফত জানা যায়, আন্তর্জাতিক মিডিয়া এবং পর্বতারোহণ সম্প্রদায় নেপাল সরকারকে কটাক্ষ করে বিভিন্ন সমালোচনা করে এর জন্য। এ ছাড়াও কিছু পর্বতারোহী অন্য আরোহীদের ছবি তুলে বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। তা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে, ফলে অনেকেই পরেছেন বিপদে। সব সমস্যার সূত্র একটাই।

পর্বতারোহী

পর্বতারোহী

তাই নেপাল ট্যুরিজম ডিপার্টমেন্টের সদস্য মীরা আচার্য বলেন, আমরা মাউন্ট এভারেস্টে ক্যামেরা এবং মোবাইল নিয়ে যাওয়া এবং ছবি-ভিডিয়ো করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলাম। তিনি আরও জানান, এখন থেকে পর্যটকরা একদম নতুন নিয়ম মেনে মাউন্ট এভারেস্টে আসবেন। এই নিয়ম দেশের বাইরের পর্যটকদের সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ পর্যটকদের জন্যও একইভাবে প্রযোজ্য।