
মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত ছোট্ট নগরী নেপাল। এই দেশের প্রতি গলিতে, আকাশে, বাতাসে বিরাজ করে শান্তি। ভারতের ঠিক উত্তর সীমান্ত বরাবর পাহাড়ে ঘেরা ছোট্ট একটি এই দেশ রয়েছে। প্যান্ডেমিকের পর নেপালে বেড়াতে যাবেন ভাবছেন? আপনার জন্য রইল কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের হদিশ..
১) হিমালয়ের কোলে পাইন গাছের জঙ্গল, মেঘ, মনেস্ট্রি আর রং-বেরঙের ফুলে সাজানো নেপালের যে কোনও কোন থেকেই আপনি দেখতে পাবেন মাউন্ট এভারেস্টের চূড়া। কোথাও কোথাও থেকে আবার এরসঙ্গে আপনি অন্নপূর্ণা পাহাড়ের মাথাটাও দেখতে পাবেন।
২) নেপালের রাজধানী কাঠমণ্ডুর ঘিঞ্জি শহর থেকে সরে গিয়ে সবুজ ঘাসে ঢাকা চন্দ্রকে যেতে পারেন। অন্নপূর্ণা পাহাড়ের বেস ক্যাম্প শুরু হচ্ছে এখান থেকেই।
৩) মানাসলু ট্রেক হল নেপাল থেকে মাউন্ট এভারেস্ট যাওয়ার বেস ক্যাম্প। পৃথিবীর অষ্টম উঁচু পর্বত এটি, আপনি ট্রেকিং ভালবাসলে এখানে আপনাকে যেতেই হবে।
৪) আপনি যদি বাঞ্জি জাম্পিং পছন্দ করে থাকেন, বা পাহাড়ি লেক আপনি খুব ভালবাসেন, তবে নেপালে গিয়ে আপনার গন্তব্য অবশ্যই হবে পোখড়া। এই ধরণের অভিজ্ঞতা এখানে এলে পাবেন আপনি।
৫) চেতওয়ান অরণ্য আপনাকে নেপালে পাহাড়, হ্রদ, ঝরণার পর জঙ্গলের স্বাদও মিটিয়ে দেবে। এই জঙ্গল সাফারিতে আপনি হাতি, গন্ডার, চিতাবাঘ, পান্ডা, বাইসন থেকে নানা প্রজাতির পাখি দেখতে পাবেন।
৬) এদেশে রাতের শোভা উপভোগ করার জন্য এক জায়গা রয়েছে, থামেল। এখানে পাহাড়ের কোলে রাতের হালকা আলোয় সাজানো শহরে ওয়াইন, গান আর উন্মাদনায় মেতে ওঠে। পাহাড়ের কোলে রোম্যান্টিক রাত কাটানোর জন্য এই শহর আপনাকে আহ্বান করছে সবসময়।