ভিড়-কোলাহল না-পসন্দ! ঘুরে আসুন দেশের এই ৫ অফবিট স্পটগুলিতে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 04, 2021 | 4:56 PM
ভিড়-কোলাহল পছন্দ করেন না! কিন্তু করোনায় বিধ্বস্ত মানুষ সুযোগ বুঝে ভারতের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় করছেন। তাই নিরিবিলিতে ভ্রমণের ইচ্ছে থাকলে কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না!
1 / 6
হিল স্টেশন থেকে সমুদ্র সৈকত, ভারতের বেশ কয়েকটি অফবিট ডেস্টিনেশন রয়েছে যেখানে মানুষের কোলাহল একদম নেই, অনেকের অজানাও বটে।
2 / 6
হাফলং, অসম- অসমের একমাত্র হিল স্টেশন। সমুদ্র সৈকত থেকে মাত্র ৬০০মিটার উচ্চতায় সুন্দর সাজানো একটি শহর। গরমকালের জন্য বেস্ট পর্যটক কেন্দ্র। সবুজ পাহাড়, মনোরম পরিবেশ আর পাহাড়ের অপূর্ব দৃশ্য আপনাকে মোহিত করবে।
3 / 6
মুন্সিয়ারি, উত্তরাখণ্ড- পিথোরাগড় রেঞ্জের একটিঅসাধারণ জায়গা। হিমালয় পর্বতের বুকে প্রকৃতির মাঝে থাকতে গেলে এই পাহাড়ি মনোরম পরিবেশের আর বিকল্প হয় না। এখানে তেমন পর্যটকদের ভিড় বা মানুষের আনাগোনাও নেই। রয়েছে ট্রেকিংয়ের সুযোগও।
4 / 6
আরাকু ভ্যালি, অন্ধ্র প্রদেশ- সবুজ ঘেরা পূর্বঘাটে অবস্থিত আরাকুভ্যালিকে অন্ধ্র প্রদেশের উটি বলা হয়ে থাকে। উপজাতিদের সংস্কৃতি, কফির চাষ আর সুন্দর নৈসর্গিক সবুজ পটচিত্র যেন শিল্পীর তুলিতে ক্যানভাস বলে মনে হবে।
5 / 6
ছাটপাল, কাশ্মীর- কাশ্মীরের বেড়াতে গেলে এই সুন্দর জায়গায় কেউ সচরাচর যান না । লোকালয়হীন এই অভূতপূর্ব এলাকার প্রকৃতি আপনাকে বশ করে নিতে পারে। শ্রীনগর থেকে মাত্র ৮৮কিমি দূরে এই এলাকায় নদীর কলকল জলরাশি, পাইন গাছের সারি, হিমালয়ের রোমাঞ্চকর পরিবেশ মুগ্ধ করবে আপনাকে।
6 / 6
নাকো, হিমাচল প্রদেশ- কিন্নুর জেলার ইন্দো-তিব্বত সীমান্তে অবস্থিত নাকো এলাকায় আপনি কোনও হোটেল বা রিসর্ট খুঁজতে যাবেন না। প্রকৃতির কোলে নিজেকে সমর্পন করতে চাইলে হোমস্টের সুবিধা পাবেন।