ভিড়-কোলাহল না-পসন্দ! ঘুরে আসুন দেশের এই ৫ অফবিট স্পটগুলিতে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 04, 2021 | 4:56 PM

ভিড়-কোলাহল পছন্দ করেন না! কিন্তু করোনায় বিধ্বস্ত মানুষ সুযোগ বুঝে ভারতের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় করছেন। তাই নিরিবিলিতে ভ্রমণের ইচ্ছে থাকলে কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না!

1 / 6
হিল স্টেশন থেকে সমুদ্র সৈকত, ভারতের বেশ কয়েকটি অফবিট ডেস্টিনেশন রয়েছে যেখানে মানুষের কোলাহল একদম নেই, অনেকের অজানাও বটে।

হিল স্টেশন থেকে সমুদ্র সৈকত, ভারতের বেশ কয়েকটি অফবিট ডেস্টিনেশন রয়েছে যেখানে মানুষের কোলাহল একদম নেই, অনেকের অজানাও বটে।

2 / 6
হাফলং, অসম- অসমের একমাত্র হিল স্টেশন। সমুদ্র সৈকত থেকে মাত্র ৬০০মিটার উচ্চতায় সুন্দর সাজানো একটি শহর। গরমকালের জন্য বেস্ট পর্যটক কেন্দ্র। সবুজ পাহাড়, মনোরম পরিবেশ আর পাহাড়ের অপূর্ব দৃশ্য আপনাকে মোহিত করবে।

হাফলং, অসম- অসমের একমাত্র হিল স্টেশন। সমুদ্র সৈকত থেকে মাত্র ৬০০মিটার উচ্চতায় সুন্দর সাজানো একটি শহর। গরমকালের জন্য বেস্ট পর্যটক কেন্দ্র। সবুজ পাহাড়, মনোরম পরিবেশ আর পাহাড়ের অপূর্ব দৃশ্য আপনাকে মোহিত করবে।

3 / 6
মুন্সিয়ারি, উত্তরাখণ্ড- পিথোরাগড় রেঞ্জের একটিঅসাধারণ জায়গা। হিমালয় পর্বতের বুকে প্রকৃতির মাঝে থাকতে গেলে এই পাহাড়ি মনোরম পরিবেশের আর বিকল্প হয় না। এখানে তেমন পর্যটকদের ভিড় বা মানুষের আনাগোনাও নেই। রয়েছে ট্রেকিংয়ের সুযোগও।

মুন্সিয়ারি, উত্তরাখণ্ড- পিথোরাগড় রেঞ্জের একটিঅসাধারণ জায়গা। হিমালয় পর্বতের বুকে প্রকৃতির মাঝে থাকতে গেলে এই পাহাড়ি মনোরম পরিবেশের আর বিকল্প হয় না। এখানে তেমন পর্যটকদের ভিড় বা মানুষের আনাগোনাও নেই। রয়েছে ট্রেকিংয়ের সুযোগও।

4 / 6
আরাকু ভ্যালি, অন্ধ্র প্রদেশ- সবুজ ঘেরা পূর্বঘাটে অবস্থিত আরাকুভ্যালিকে অন্ধ্র প্রদেশের উটি বলা হয়ে থাকে। উপজাতিদের সংস্কৃতি, কফির চাষ আর সুন্দর নৈসর্গিক সবুজ পটচিত্র যেন শিল্পীর তুলিতে ক্যানভাস বলে মনে হবে।

আরাকু ভ্যালি, অন্ধ্র প্রদেশ- সবুজ ঘেরা পূর্বঘাটে অবস্থিত আরাকুভ্যালিকে অন্ধ্র প্রদেশের উটি বলা হয়ে থাকে। উপজাতিদের সংস্কৃতি, কফির চাষ আর সুন্দর নৈসর্গিক সবুজ পটচিত্র যেন শিল্পীর তুলিতে ক্যানভাস বলে মনে হবে।

5 / 6
ছাটপাল, কাশ্মীর- কাশ্মীরের বেড়াতে গেলে এই সুন্দর জায়গায় কেউ সচরাচর যান না । লোকালয়হীন এই অভূতপূর্ব এলাকার প্রকৃতি আপনাকে বশ করে নিতে পারে। শ্রীনগর থেকে মাত্র ৮৮কিমি দূরে এই এলাকায় নদীর কলকল জলরাশি, পাইন গাছের সারি, হিমালয়ের রোমাঞ্চকর পরিবেশ মুগ্ধ করবে আপনাকে।

ছাটপাল, কাশ্মীর- কাশ্মীরের বেড়াতে গেলে এই সুন্দর জায়গায় কেউ সচরাচর যান না । লোকালয়হীন এই অভূতপূর্ব এলাকার প্রকৃতি আপনাকে বশ করে নিতে পারে। শ্রীনগর থেকে মাত্র ৮৮কিমি দূরে এই এলাকায় নদীর কলকল জলরাশি, পাইন গাছের সারি, হিমালয়ের রোমাঞ্চকর পরিবেশ মুগ্ধ করবে আপনাকে।

6 / 6
নাকো, হিমাচল প্রদেশ- কিন্নুর জেলার ইন্দো-তিব্বত সীমান্তে অবস্থিত নাকো এলাকায় আপনি কোনও হোটেল বা রিসর্ট খুঁজতে যাবেন না। প্রকৃতির কোলে নিজেকে সমর্পন করতে চাইলে হোমস্টের সুবিধা পাবেন।

নাকো, হিমাচল প্রদেশ- কিন্নুর জেলার ইন্দো-তিব্বত সীমান্তে অবস্থিত নাকো এলাকায় আপনি কোনও হোটেল বা রিসর্ট খুঁজতে যাবেন না। প্রকৃতির কোলে নিজেকে সমর্পন করতে চাইলে হোমস্টের সুবিধা পাবেন।

Next Photo Gallery