Puri Jagannath temple: পূণ্যার্থীদের জন্য সুখবর! ২১ দিন পর ফের খুলছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 30, 2022 | 9:18 PM

গোটা দেশ জুড়ে ওমিক্রনের দাপট ও তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার জেরে গত ১০ জানুয়ারি থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ২১ দিন পর ফের সাধারণের জন্য মন্দিরের দরজা খোলা রাখা হবে।

Puri Jagannath temple: পূণ্যার্থীদের জন্য সুখবর! ২১ দিন পর ফের খুলছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা
আগামী ১ ফেব্রুয়ারি থেকে খুলছে পুরীর বিখ্যাত মন্দির।

Follow Us

করোনার আতঙ্ক (COVID Scare) কাটিয়ে ফের খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)। পূর্ণ্যার্থীদের (devotees) জন্য সুখবর। জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে খুলছে পুরীর বিখ্যাত মন্দির। তবে মন্দিরে প্রবেশের জন্য পুরোপুরি কোভিড বিধি মেনে চলতে হবে ভক্তদের। সম্প্রতি শ্রী জগন্নাথ মন্দির সমিতি (SJTA) একটি সিদ্ধান্ত নিয়েছে। মন্দির সমিতির প্রধান প্রশাসক কৃষাণ কুমার জানিয়েছে যে বৈঠকে বলা হয়েছে, কোভিড প্রটোকল (Covid-19 protocols) কঠোরভাবে মেনে ভক্তদের ১ ফেব্রুয়ারি থেকে মন্দিরে প্রবেশ অনুমতি দেওয়া হবে।

তিনি আরও জানিয়েছেন, পুরীর স্থানীয়রা শুধুমাত্র মন্দিরের পশ্চিম গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। বাকি ভক্তরা পূর্ব দিকের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। প্রতি রবিবার মন্দির ও মন্দির চত্ত্বর স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হবে।

গোটা দেশ জুড়ে ওমিক্রনের দাপট ও তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার জেরে গত ১০ জানুয়ারি থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ২১ দিন পর ফের সাধারণের জন্য মন্দিরের দরজা খোলা রাখা হবে।

পুরীর জগন্নাথ মন্দির সমিতির প্রধান প্রশাসকের কথায়, পূণ্যার্থীরা মন্দিরের প্রবেশ করতে চাইলে ডবল ভ্যাকসিনেশনের শংসাপত্র বা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পেশ করতে হবে। সঠিক তথ্য প্রদান করলে তবেই মিলবে মন্দিরে প্রবেশের অনুমতি।

প্রসঙ্গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওড়িষায় ওমিক্রনের দাপট বৃদ্ধি পেতে থাকে। ফলে মন্দিরের কয়েকজন সেবায়ত করোনা পজিটিভ এসে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনার আতঙ্ক নিম্নগামী হতেই মন্দিরের দরজা খুলে দেওয়া নিয়ে বাড়তি ব্যবস্থাও নিয়েছে সমিতি। সেবায়ত ও পূণ্যার্থীদের জন্য মন্দির চত্বরে জরুরি অবস্থার জন্য অ্যাম্বুলেন্স, র‍্যাপিড রেসপন্স টিম, কোভিড কেয়ার সেন্টার ও মেডিক্যাল চেক আপের ব্যবস্থা করা হয়েছে।

 

আরও পড়ুন: Ocean Highway: পর্যটকদের জন্য সুখবর! মহাসাগরের অতলে ‘হাইওয়ে’ তৈরি হচ্ছে এই জায়গায়

Next Article