প্রাকৃতিক বিপর্যয় এড়াতে অনেকেই বর্ষায় পাহাড় ভ্রমণ বাতিল করেন। কিন্তু বৃষ্টির দিনে পাহাড়ের রূপ পরিবর্তন দেখতে কার না ভাল লাগে। তাই বর্ষায় পাহাড় ভ্রমণ বাতিল না করে সঠিক ডেস্টিনেশন বেছে নিন। বর্ষায় বেছে ডুয়ার্সের সামসিংকে। ডুয়ার্স মানেই চারধারে ঘন সবুজ জঙ্গল, নুড়ি-পাথরের উপর দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী আর নির্জনতা। দূরে পাহাড় উপত্যকার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এসব নিয়ে সামসিং রয়েছে আপনার অপেক্ষায়।
প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত সামসিং। এখানে পাইনের দেখা পেলে খুব কম। বরং, সামসিংয়ের জঙ্গল জুড়ে রয়েছে শাল, শিমুলের সারি। আর এই সুবিশাল বৃক্ষে সারাক্ষণ লেগে রয়েছে পাখিদের আনাগোনা। সামসিং পক্ষীপ্রেমীরা এলে নিরাশ হবেন না। সামসিং যাওয়ার পথেই দেখা মিলবে চা বাগানের। সামসিং পৌঁছেও এই দৃশ্যের কোনও অদলবদল হবে না। বরং, আরও সবুজ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। মেঘ আর কুয়াশায় ঢাকা সামসিংয়ে শুয়ে বসেই কেটে যাবে সারাদিন। পাহাড়তলীর গাছ-গাছালি, হিমালয়ের পাখি আর নদীর কলতান—এসব নিয়েই সামসিং।
সামসিং থেকে ডুয়ার্সের বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারেন। সামসিং থেকে প্রায় দু’কিলোমিটার দূরত্বে রয়েছে মূর্তি নদী। বর্ষায় রূপ ধারণ করে এই নদী। নদীর ধারেই রয়েছে মূর্তি গ্রাম। মূর্তি নদীর পাড় ধরে আরও কিছু দূর গেলেই রয়েছে রকি আইল্যান্ড। পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই রকি আইল্যান্ড। এখান থেকে আরও চার কিলোমিটার গেলেই সানতালেখোলা। এখান থেকে চলে যেতে পারেন নেওড়া ভ্যালি। যদিও বর্ষায় এত দূর যাওয়া ঝুঁকিপূর্ণও হতে পারে। তাছাড়া বর্ষায় নেওড়া ভ্যালি পর্যটকদের জন্য বন্ধ থাকে। কিন্তু সামসিং বর্ষার জন্য আদর্শ।
কীভাবে যাবেন-
সামসিং যেতে গেলে আপনাকে নামতে নিউ মাল জংশনে। এই রেল স্টেশন থেকে সামসিংয়ের দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। চালসা ও মেটেলির চা বাগান পেরিয়ে পৌঁছাতে হবে সামসিং। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলে, শিলিগুড়ি দিয়ে যেতে হবে সামসিং। শিলিগুড়ি থেকে বাস পেয়ে যাবেন সামসিং যাওয়ার, দূরত্ব প্রায় ৮১ কিলোমিটার।
কোথায় থাকবেন-
সামসিংয়ে পশ্চিমবঙ্গ বন উন্নয়নের বাংলো রয়েছে। সেখানে ২,৫০০ থেকে ৩,৫০০ টাকা ভাড়া। সরকারি ট্যুরিস্ট লজ ছাড়াও সামসিং গড়ে উঠেছে একাধিক হোম-স্টে। ভাড়া ১,২০০ টাকা থেকে শুরু। ডুয়ার্সের পর্যটনকে উন্নত করতে সেখানেও রাত কাটাতে পারেন। এছাড়া বেসরকারি হোটেলও পেয়ে যাবেন সামসিংয়ে।