সেপ্টেম্বর মানেই উত্‍সবের আমেজ ! এই মাসে কী কী জনপ্রিয় উত্‍সব পালন করা হয়, জানুন…

এই সুন্দর সুন্দর উত্‍সবগুলি ভারতীয় সংস্কৃতির প্রকৃত প্রতিফলক হিসেবে বিবেচিত হয়। সেপ্টেম্ব মাসে আবহাওয়া যেমন মনোরম থাকে, তেমনি ছুটির লিস্টটাও বাড়তে থাকে।

সেপ্টেম্বর মানেই উত্‍সবের আমেজ ! এই মাসে কী কী জনপ্রিয় উত্‍সব পালন করা হয়, জানুন...
ছবিটি প্রতীকী

| Edited By: দীপ্তা দাস

Aug 31, 2021 | 7:50 AM

আকাশে-বাতাসে এবার উতসবের আমেজ। সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ দেশে সেপ্টেম্বর মাস শুরু হওয়া মানেই জীবনে উত্‍সবের রঙিন ছোঁয়া অনুভব করা । কারণ এই মাস থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উত্‍সব শুরু হয়, যার টানে আন্তর্জাতিক পর্যটকরা এই সময় বিপুল পরিমাণে ভিড় করতে শুরু করে। এই সুন্দর সুন্দর উত্‍সবগুলি ভারতীয় সংস্কৃতির প্রকৃত প্রতিফলক হিসেবে বিবেচিত হয়। সেপ্টেম্ব মাসে আবহাওয়া যেমন মনোরম থাকে, তেমনি ছুটির লিস্টটাও বাড়তে থাকে। এবার দেখে নেওয়া যাক, সেপ্টেম্বর মাসে দেশের কোথায় কোথায় জনপ্রিয় ও উল্লেখযোগ্য উত্‍সব পালিত হয়, তা দেখে নেওয়া যাক একঝলকে…

গণেশ চতুর্থী (১০ সেপ্টেম্বর)

সারা দেশ তো বটেই, বিদেশেও এখন গনেশপুজো হয়ে থাকে। গনেশ চতুর্থী দেশের একটি অন্যতম বিখ্যাত উত্‍সব। এই সময় অধিকাংশ গণেশমূর্তি বাড়িতে নিয়ে এসে পুজো করেন। মহারাষ্ট্র ও কর্ণাটকে এই পুজো টানা ১০দিন ধরে পালন করা হয়।

নীলমপুরের পদায়বী, আলপ্পুজা (৭ সেপ্টেম্বর)

বহু পুরনো ও ঐতিহ্যবাগী এই ক্লাসিক পুজো কেরালার আলফুজায় ধুমধাম করে পউদযাপন করা হয়। এই উত্‍সবের মূল আকর্ষণ হল বিশাল মাপের রঙিন মূর্তি। আলোকময় শোভাযাত্রার মাধ্যমে ওই মূর্তিকে মন্দিরের প্রবেশ করা হয় ও ভক্তদের সামনে রাখা হয়। এই শোভাযাত্রাটিকে বলা হয় অন্নমকেট্টু। এই সময় সঙ্গীন ও নৃত্য পরিবেশন করা হয়।

নারোপা উত্‌সব, লাদাখ

নারোপা উত্‍সবকে লাদাখের কুম্ভও বলা হয়ে থাকে। এই সময় লক্ষ লক্ষ দ্রুপকা অনুসারে হেমিস পঠ পরিদর্শন করতে আসেন ও আচার অনুষ্ঠান পালন করা হয়। এক পণ্ডিত সন্ন্যাসীর জীবন ও শিক্ষাকে উদযাপন করা হয় এই উত্‍সবে। তবে এই বিখ্যাত অনুষ্ঠানের উদ্দেশ্যেই হল বৌদ্ধ ধর্মের শিক্ষাকে বিস্তৃত করা। উল্লেখ্য, ২০১৮ সালে এই উত্‍সব শেষ উদযাপন করা হয়েছিল। তারপর নানাকরণে এটি বন্ধ হয়ে যায়। এবছর ফের জমকালো ও প্রাণবন্ত এই উত্‍সব শুরু করা হবে বলে জানা গিয়েছে।

অভানেরি উৎসব (১৭-১৯ সেপ্টেম্বর)

রাজস্থানের অভানেরি গ্রামে এই উত্‍সব অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। রাজস্থানের সৌন্দর্য, সংস্কৃতি ও বৈচিত্রকে আবিষ্কারের আদর্শ উপায়। এই সময় স্থানীয়ঐতিহ্যবাহী নৃত্য়শিল্পীরা লোকগীতি ও লোকনৃত্য পরিবেশন করেন। গ্রামে গ্রামে কালবেলিয়া নৃত্য পরিবেশন করা হয়, এছাড়া লাঙ্গা গান, কচি ঘোড়ি নৃত্য, পুতুলনাচের দৃশ্য ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

পিতৃপক্ষ মেলা, গয়া (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর)

বিহারের গয়া শহরে পিতৃপক্ষের মেলা পালিত হয়। প্রয়াত প্রিয়জন বা পুর্বসূরীদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করার রীতি রয়েছে এই অনুষ্ঠানে। হিন্দুদের বিশ্বাস, এই সময় গয়ায় পিণ্ডদান করলে পূণ্যলাভ হয়। আর এই কারণেই এই সময় বহু মানুষের ভিড় শুরু হয়।

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোম থেকে ব্রেক চাই? বাজেটের মধ্যেই ল্যাপটপ নিয়ে হাজির হোন এই ৫ গন্তব্যে…