India’s smallest national park: মাত্র ৫ স্কোয়ার কিলোমিটারে বিস্তৃত দেশের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান, কোথায় জানেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Jun 19, 2023 | 10:50 AM

Andaman Nicobar Islands: সাদা বালির দ্বীপ সাউথ বাটন আইল্যান্ড। তার সঙ্গে বঙ্গোপসাগরের নীল জল দ্বীপের শোভা বাড়িয়ে তোলে। আর এখানকার জীববৈচিত্র্যের কারণেই তো এটি দেশের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান।

India’s smallest national park: মাত্র ৫ স্কোয়ার কিলোমিটারে বিস্তৃত দেশের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান, কোথায় জানেন?
সাউথ বাটন আইল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

Follow Us

ভারতে ১০৬টি জাতীয় উদ্যান রয়েছে। কিন্তু ক্ষুদ্রতম জাতীয় উদ্যান দেশের কোথায় অবস্থিত, জানেন? মাত্র ৫ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত দেশের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সাউথ বাটন আইল্যান্ড ন্যাশানাল পার্ক। এই জাতীয় উদ্যানটি অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। রানি ঝাঁসি মারিন জাতীয় উদ্যানের অংশ এই ন্যাশানাল পার্কটি। এমনকী জাতীয় উদ্যানের প্রায় ২৫ কিলোমিটার অংশ হ্যাভলক দ্বীপপুঞ্জ। হ্যাভলক দ্বীপপুঞ্জে অনেকেই ছুটি কাটাতে যান। কিন্তু শান্ত, নিরিবিলি দ্বীপে যদি ছুটি কাটাতে চান, তাহলে যেতে পারেন সাউথ বাটন আইল্যান্ডে।

সাদা বালির দ্বীপ সাউথ বাটন আইল্যান্ড। তার সঙ্গে বঙ্গোপসাগরের নীল জল দ্বীপের শোভা বাড়িয়ে তোলে। আর এখানকার জীববৈচিত্র্যের কারণেই তো এটি দেশের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। এখানে গেলে দেখা যাবে স্ন্যাপার্স, ব্যারাকুডা, লায়নফিশ, গ্রুপার এবং কচ্ছপের মতো সামুদ্রিক প্রাণী। সাউথ বাটনকে কচ্ছপের প্রজনন কেন্দ্র বলেও ভুল হবে না। তাই এই দ্বীপপুঞ্জে বেড়াতে গেলে কচ্ছপের দেখা মিলবেই। এমনকী বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবালও দেখা এই দ্বীপপুঞ্জে। এখানকার সামুদ্রিক প্রবালও দেখার মতো সুন্দর। এছাড়া নীল সমুদ্র সৈকতের উপর উড়তে দেখা যায় সি ঈগল।

ছোট ছোট পাহাড় এবং সমুদ্রে ঘেরা সাউথ বাটন আইল্যান্ড। কিন্তু পর্যটকদের এই দ্বীপপুঞ্জের পাহাড়ের ওঠার অনুমতি নেই। কারণ দ্বীপপুঞ্জটি খুবই ছোট এবং এখানে কোনও স্তন্যপায়ী প্রাণী নেই। তবে, এখানে আপনি অন্বেষণ করতে পারেন সমুদ্রের নিচের দৃশ্য। এই দ্বীপপুঞ্জে রয়েছে স্কুবা ডাইভিংয়ের সুযোগ। এছাড়াও নৌকাবিহারের সুযোগ। হ্যাভলক দ্বীপপুঞ্জ থেকে সাউথ বাটন আইল্যান্ড আসার পথেই নৌকাবিহারের স্বাদ নিতে পারেন।

হ্যাভলক দ্বীপপুঞ্জ থেকে একদিনে ঘুরে চলে আসা যায় সাউথ বাটন আইল্যান্ড। মোটর বোটের সাহায্যে হ্যাভলক দ্বীপপুঞ্জ থেকে সাউথ বাটন আসতে গেলে সময় লাগবে মাত্র দু’ঘণ্টা। এছাড়াও আপনি পোর্ট‌ ব্লেয়ার থেকেও সাউথ বাটন আইল্যান্ডে আসতে পারেন। তাই আন্দামান গেলে বাদ অনায়াসে ঘুরতে যেতে পারেন দেশের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানে।

সাউথ বাটন আইল্যান্ডে যাওয়ার প্ল্যান বানাতে পারেন আসন্ন বর্ষায়। বর্ষাই দেশের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান ঘুরতে যাওয়ার সেরা সময়। ভারী বর্ষায় সেজে ওঠে সাউথ বাটন আইল্যান্ড। পাশাপাশি সাক্ষী থাকা যায় এই জাতীয় উদ্যানের জীববৈচিত্র্যের। জুন থেকে অক্টোবরের মধ্যে যে কোনও সময় আপনাকে এখানে যেতে পারেন। এছাড়া ডিসেম্বর থেকে এপ্রিলেও ঘুরে দেখতে পারেন সাউথ বাটন আইল্যান্ড।

Next Article