AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইয়ট কোয়ারেন্টাইনের হাত ধরে থাইল্যান্ড পর্যটনে নতুন জোয়ার

এ কেমন পর্যটন? কোনওদিন ভেবে দেখেছেন? প্রথম ১৪ দিন ক্রজে সমুদ্রের জলে ভেসে বেড়াতে হবে আপনাকে।

ইয়ট কোয়ারেন্টাইনের হাত ধরে থাইল্যান্ড পর্যটনে নতুন জোয়ার
ইয়ট কোয়ারেন্টাইন, থাইল্যান্ড
| Updated on: Mar 11, 2021 | 3:58 PM
Share

লকডাউনের পর আবার পর্যটকদের আহ্বান জানাতে শুরু করেছে থাইল্যন্ড। তবে এ কেমন পর্যটন? কোনওদিন ভেবে দেখেছেন? প্রথম ১৪ দিন ক্রজে সমুদ্রের জলে ভেসে বেড়াতে হবে আপনাকে। হ্যাঁ, এ বারের ভ্রমণ ঠিক এমটাই। ১৪ দিন বাদে আপনার PCR টেস্ট যদি নেগেটিভ আসে তবেই আপনি থাইল্যান্ড ঘোরার অনুমতি পাবেন।

পর্যটকরা থাইল্যান্ডে প্রবেশ করে

পর্যটকরা থাইল্যান্ডে প্রবেশ করে

যদিও পাইলট স্কিম অনুযায়ী এই প্রক্রিয়া ঘোষণা হয় গত নভেম্বরে। থাইল্যান্ডের রাজধানী ফুকেতেই চলছে এর তোরজোর। এখনও পর্যন্ত ১০০টা ইয়ট এই পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়েছে। পর্যটকদের একটি স্মার্ট হাতঘড়ি পরতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘড়ি যে সে ঘড়ি নয়! ঘড়িতেই দেখা যায় নিজের লোকেশন এবং জরুরি কিছু তথ্য। যেমন টেম্পারেচার, ব্লাড প্রেসার ইত্যাদি। সমুদ্রের ১০ কিলোমিটারের মধ্যে এই ঘড়ি তথ্য দেবে আপনাকে।

ডেপা (Digital Economy Promotion Agency) মোবাইল অপারেটর, তথ্য এবং ট্যুরিজম অপারেশনের বিষয়ে কাজ করছে। রয়্যাল থাইয়ের নৌ-বাহিনী রয়েছে বিষয়টির তত্ত্বাবধানে। ১৪ দিন শেষে কোভিড মুক্ত হলেই থাইল্যান্ডের আইল্যন্ডে প্রবেশ করতে পারবেন পর্যটকেরা।

থাইল্যান্ড

থাইল্যান্ড

আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে ফেলেছেন? তাহলে পোর্তুগালের এই দ্বীপে বেড়াতে গেলে প্রয়োজন নেই কোভিড টেস্টের

করোনা পরিস্থিতিতে ৩২০০০ কোটি ভাট ব্যবসার ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। শুধুমাত্র পর্যটকরা থাইল্যান্ডে প্রবেশ করে যাতে ভাইরাস না ছড়াতে পারে, তাই এই ক্ষতিও মেনেছিল এই দেশ। তবে এই প্রক্রিয়ায় পর্যটনের মাধ্যমে ১৮০০ কোটি ভাট উপার্জন হবে বলে আশা রাখছে এই দেশ।

থাইল্যান্ড ইতিমধ্যেই ‘গল্ফ কোয়ারেন্টাইন’ শুরু করেছে। গল্ফ রিসর্টে ৩দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর কোভিড টেস্ট হবে। রিপোর্ট নেগেটিভ এলে সবার সঙ্গে গল্ফ খেলার অনুমতি মিলবে এবং রিসর্টের সব সুবিধে ভোগ করা যাবে। তারপরে দেশের যে কোনও জায়গায় ঘোরার অনুমতি পাবেন।

yacht quarantine

থাইল্যান্ড

আরও পড়ুন: ‘ভ্যাকসিন পাসপোর্ট’ আসলে কী, কোন কাজে লাগবে এই নথি? জানুন খুঁটিনাটি

থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী ফিফাত রতচাকিতপ্রকার্ন ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারটি বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। পর্যটকরা হোটেল ছেড়ে দেওয়ার পর ৩দিন সেই ঘর অন্য পর্যটকদের দেওয়া হবে না। এই ইয়ট কোয়ারেন্টাইন আগামী এপ্রিল বা মে মাস থেকে ফুকেত, করাবি এবং চিয়াঙ্গ মাইতে কার্যকরী হবে।