Italy: ইতালির এই দুই শহরে গিয়ে পাকাপাকি ভাবে সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা, যাবেন নাকি?

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 06, 2023 | 2:22 PM

International Destination: ইউরোপ ট্যুরে গেলে লিস্টে থাকে ইতালির বিভিন্ন শহর। এবার সেখানেই পাকাপাকিভাবে বসতি স্থাপন করতে পারবেন। আর তার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। বরং, ওই শহরের প্রশাসনই আপনাকে দেবে প্রায় ২৫ লক্ষ টাকা।

Italy: ইতালির এই দুই শহরে গিয়ে পাকাপাকি ভাবে সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা, যাবেন নাকি?

Follow Us

নতুন দেশে গিয়ে সংসার পাতবেন ভাবছেন? নতুন দেশ, নতুন সংসার—খরচও হবে অনেক। কিন্তু নতুন দেশে গিয়ে থাকার জন্য আপনাকে যদি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে যাবেন কি? ইতালির ছোট্ট শহর ক্যালাব্রিয়া। ক্যালাব্রিয়ায় গিয়ে থাকার জন্য আপনাকে সেখানকার প্রশাসন থেকে ২৮ হাজার ইউরো দেবে, যার ভারতীয় মূল্য হল প্রায় ২৫ লক্ষ টাকা। ইউরোপ ট্যুরে গেলে লিস্টে থাকে ইতালির বিভিন্ন শহর। এবার সেখানেই পাকাপাকিভাবে বসতি স্থাপন করতে পারবেন।

ইতালির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর ক্যালাব্রিয়া। মাত্র ৩,০০০ মানুষের বাস এখানে। শহরের জনসংখ্যা বৃদ্ধির করার জন্য ক্যালাব্রিয়ায় এসে পাকাপাকিভাবে বসতি স্থাপনের আর্জি‌ জানাচ্ছে সেখানকার প্রশাসন। তবে, এখানে রয়েছে ছোট্ট চমক। যিনি ক্যালাব্রিয়ায় বাড়ি কিনতে ইচ্ছুক, তাঁর বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। আর তাঁকে এই শহরে একটি নতুন ব্যবসাও শুরু করতে হবে। যিনি ক্যালাব্রিয়ায় থাকার জন্য আবেদন করবেন, অনুমোদনের ৯০ দিনের মধ্যে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

শহরের জনসংখ্যা বৃদ্ধি করতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। যাঁরা ক্যালাব্রিয়া নতুন জীবন শুরু করবেন, তাঁদের প্রশাসন থেকে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রায় ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ক্যালাব্রিয়ার ৭৫ শতাংশেরও বেশি অঞ্চলে, ৩২০ সম্প্রদায়ের মানুষ বাস করেন। কিন্তু ২০২১-এর পরিসংখ্যান বলছে, এই অঞ্চলের জনসংখ্যা ৫,০০০-এরও কম। এই পরিস্থিতি ক্যালাব্রিয়ার প্রসাশনের কাছে উদ্বেগজনক। তাই শহরের হাল ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রসাশন। সমুদ্রের তীরে গড়ে ওঠা এই শহরে গিয়ে থাকলে এবং ব্যবসা শুরু করলেই মিলবে ২৫ লক্ষ টাকা।

ক্যালাব্রিয়াতেই শুধু এমন অফার দেওয়া হচ্ছে, তা নয়। ইতালির দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রেসিস শহর। সেখানেও কেউ যদি তিন বছরের বেশি বাড়ি কিনে থাকেন, পেয়ে যাবেন প্রায় ৩০,০০০ ইউরো। যার ভারতীয় মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। ক্যালাব্রিয়ার মতো প্রেসিসে এসে বসবাসের জন্যও রয়েছে কিছু শর্ত। বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। পাশাপাশি যে বাড়িটি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হওয়া চাই। তার সঙ্গে নতুন ব্যবসাও শুরু করতে হবে এই অঞ্চলে।

Next Article