Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarakhand Tourism: ছুটিতে চারধাম যাত্রা করবেন নাকি? বাধ্যতামূলক নিয়মগুলি জেনে নিন একনজরে…

নৈনিতাল হাইকোর্ট আগামী ১৮ই অগস্ট পর্যন্ত চারধাম যাত্রা নিষিদ্ধ করেছে। উত্তরাখণ্ডে আসতে হলে এই নিয়ম মানতেই হবে পর্যটকদের।

Uttarakhand Tourism: ছুটিতে চারধাম যাত্রা করবেন নাকি? বাধ্যতামূলক নিয়মগুলি জেনে নিন একনজরে…
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2021 | 8:17 AM

তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে সব রাজ্যেই নির্দিষ্ট কিছু করোনাবিধি রয়েছে। নৈনিতাল হাইকোর্ট আগামী ১৮ই অগস্ট পর্যন্ত চারধাম যাত্রা নিষিদ্ধ করেছে। উত্তরাখণ্ডে আসতে হলে এই নিয়ম মানতেই হবে পর্যটকদের।

কোভিড বিধি মেনে ১অগস্ট চারধাম খুলে যাওয়ার কথা ছিল ভক্তদের জন্য। কিন্তু কোভিডের বাড়বাড়ন্তের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং শীর্ষ আদালতে একটি আবেদন করে। একেবারেই আর ঝুঁকি নিতে পারছে না উত্তরাখণ্ড সরকার।

চারধাম দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এবং তীর্থযাত্রীদের আনগোনা হয়। কোভিডের নতুন গাইডলাইন অনুসারে উত্তরাখণ্ডের মাত্র তিন শহরে পর্যটকরা আসার অনুমতি পান, রুদ্রপ্রয়াগ, চামোলি এবং উত্তর কাশি। যদিও এখন এখানেও প্রবেশ নিষেধ কঠোর ভাবে। ১৮ই অগস্টের পর কোভিডের হানা কমলে উত্তরাখণ্ডের সব জায়গায় প্রবেশাধিকার পাবেন পর্যটকেরা।

প্রসঙ্গত বলা যায়, গত সোমবারের হিসেব অনুযায়ী উত্তরাখণ্ডে ৩৪১৭৭৮জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে খুশির খবর, এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩২৭৭৬৬জন। ইতিমধ্যেই ১লা অগস্ট থেকে উত্তরাখণ্ডে সব স্কুল খুলে যাচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা আর না বাড়লে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে স্কুল। সচেতনতা মেনে চলার পর কোভিড যদি নিয়ন্ত্রণে আসে, তবে ১৮ই অগস্টের পর আপনি নির্দ্বিধায় বেড়াতে যেতে পারেন উত্তরাখণ্ড। সঙ্গে থাকবে কিছু বাধ্যতামূলক কোভিডবিধি, তবে আপনার চারধাম যাত্রায় থাকবে না আর কোনও বাধা।