Sex Education: বিক্রির তালিকায় রয়েছে ওটিস ও জিন মিলবার্নের বাড়ি, কিনবেন নাকি?

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 10, 2023 | 5:53 PM

Netflix Series: এই বাড়ি থেকেই 'সেক্স এডুকেশন' শুরু হয়েছিল এবং শেষও হয়েছে এই বাড়ির দোতলার জানলায়। চারদিকে সবুজে ঘেরা, পিছন দিকে বয়ে চলা নদী, তার উপর এমন সাজানো-গোছানো বাড়ি। এবার চাইলে আপনিও 'দ্য শ্যালেট'-র মালকিন হতে পারেন।

Sex Education: বিক্রির তালিকায় রয়েছে ওটিস ও জিন মিলবার্নের বাড়ি, কিনবেন নাকি?

Follow Us

ইংল্যান্ডের সাইমন্ডস ইয়াটে অবস্থিত ‘দ্য শ্যালেট’। পিছন দিয়ে বয়ে চলেছে হেয়ারফোর্ডশায়ারের ওয়াই নদী। চারদিকে ঘন সবুজ জঙ্গল। এখানেই থাকতেন ওটিস ও তাঁর সেক্স-থেরাপিস্ট মা জিন মিলবার্ন। কথা হচ্ছে, নেটফ্লিক্স-র জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘Sex Education’-এর। এই বাড়ি থেকেই ‘সেক্স এডুকেশন’ শুরু হয়েছিল এবং শেষও হয়েছে এই বাড়ির দোতলার জানলায়। এবার চাইলে আপনিও ‘দ্য শ্যালেট’-র মালকিন হতে পারেন। ‘সেক্স এডুকেশন’-এর এই বাড়ি বিক্রির জন্য মার্কেটে এসেছে।

চারদিকে সবুজে ঘেরা, পিছন দিকে বয়ে চলা নদী, তার উপর এমন সাজানো-গোছানো বাড়ি। ইংল্যান্ডে অবস্থিত এই বাড়ির দাম প্রায় ১.৫ মিলিয়ন। অর্থাৎ, ভারতীয় টাকায় এই বাড়ির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি। ওটিস ও জিনের বাড়ির এত দাম হওয়ার পিছনে শুধু কি প্রাকৃতিক সৌন্দর্য দায়ী? চলুন জেনে নেওয়া যাক।

এই বাড়িটি প্রায় ৪.৫২ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বাড়িতে ৫টি বেডরুম, ৩টি বাথরুম এবং ৩টি রিশেপশন রুম রয়েছে। এমনকী রয়েছে বারান্দা-যুক্ত ছাদ, যেখানে বসে জিন মিলবার্নকে খবরের কাগজ পড়তে দেখা গিয়েছিল। এছাড়া এই বাড়ির পিছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে, যেখানে দিয়ে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাবেন ওয়াই নদীর তীরে। ব্রিস্টলের নাইট ফ্রাঙ্ক নামের একটি সংস্থা এই বাড়িটি বিক্রি করছে।

এই বাড়িটি ১৯১২ সালে তৈরি হয়। এটি স্যামন ফিশিং লজ হিসেবে ব্যবহৃত হত। বাড়িটি নরওয়েজিয়ান ডিজাইনে তৈরি। সেই বছর লন্ডনের আইডিয়াল হোমস এক্সিবিশনে এই বাড়িটি প্রদর্শিত হয় এবং তখনই একজন এটি কিনেছিলেন। বর্তমানে এই বাড়িটি ‘সেক্স এডুকেশন’ ও ‘এক্সট্রাঅরডিনারি এসকেপস’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ়ের শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

‘দ্য শ্যালেট’-র বর্তমান মালিক ২০০২ সালে বাড়িটি কেনেন। তখন তাঁর মনে হয়, এই বাড়িটি মেরামত করা দরকার। তারপরেই তৈরি হয় ডাইনিং রুম, যেখানে ওটিসের সঙ্গে তাঁর মা জিনের সবচেয়ে বেশি কথোপকথনের দৃশ্য রয়েছে। ডাইনিং রুম তৈরির সময় নরওয়েজিয়ান ডিজাইনই অনুসরণ করা হয়েছে। ‘সেক্স এডুকেশন’-এ বাড়ি দোতলা দেখানো হয়েছে। দ্বিতীয় তলায় ছিল ওটিসের ঘর। তবে, ‘দ্য শ্যালেট’ তিনতল বিশিষ্ট আবাসন। আর ‘দ্য শ্যালেট’-এর চারপাশে যে বাগান রয়েছে, যা ‘সেক্স এডুকেশন’-এর দর্শকেরা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। এখানকার মনোরম, বন্ধুত্বপূর্ণ ও আরামদায়ক পরিবেশ বাড়িটির জনপ্রিয়তা বাড়িয়েছে। আপনি যদি ওটিস ও জিনের ভক্ত হয়ে থাকেন, আর ‘দ্য শ্যালেট’-এর অবস্থান ভাল লাগে, মালিক হয়ে যেতে পারেন এই বাড়ির।

Next Article