Trending Turmeric Water: হঠাৎ সবাই জলে হলুদ মেশাচ্ছে কেন, কী এই ট্রেন্ডিং ‘Glowing Water’?

Glowing Water: এক চামচ হলুদ, একটি জল ভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশ লাইট! এই তিন নিয়েই ম্যাজিক দেখাচ্ছেন ও সেই ভিডিয়ো পোস্ট করছেন অনেকে।

Trending Turmeric Water: হঠাৎ সবাই জলে হলুদ মেশাচ্ছে কেন, কী এই ট্রেন্ডিং Glowing Water?
Image Credit source: Instagram

Jun 20, 2025 | 1:58 PM

সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন সময় বিভিন্ন ধরণের ট্রেন্ড চোখে পড়ে। কখনও ডালগোনা কফি আবার কখনও ঘিবলি আর্ট। সম্প্রতি ভাইরাল হচ্ছে কাচের গ্লাসে হলুদ মেশানোর ভিডিয়ো। এক গ্রাস জলে হলুদ মিশিয়ে তার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে তা।

এক চামচ হলুদ, একটি জল ভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশ লাইট! এই তিন নিয়েই ম্যাজিক দেখাচ্ছেন ও সেই ভিডিয়ো পোস্ট করছেন অনেকে। আসলে ব্যাপারটা কী? নয়া এই ট্রেন্ডকে বলা হচ্ছে গ্লোয়িং ওয়াটার। রান্না ঘরের হলুদ, জল আর কাচের গ্লাস এই তিন উপাদান ব্যবহার করেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ট্রেন্ডের ভিডিয়োতে অনেকেই লিখছেন এবার কিন্তু দাম বাড়তে পারে হলুদের। কিন্তু কীভাবে তৈরি হচ্ছে এই গ্লোয়িং ওয়াটার? প্রথমে একটি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তা উল্টে রাখতে হবে। এবার কাচের গ্লাসে জল ভর্তি করে সেই গ্লাস রাখতে হবে জ্বলন্ত ফ্ল্যাশ লাইটের উপরে। তারপর ঘরের আলো নিভিয়ে কাচের গ্লাসের মধ্যে ফেলে দিতে হবে এক চিমটে হলুদ গুঁড়ো।

এই মহুল গুঁড়ো ধীরে ধীরে মিশতে শুরু করবে জলের সঙ্গে। আর তখনই সেই জল ভর্তি গ্লাসের ভিডিয়ো করতে হবে। আর এভাবে ভিডিয়ো বানিয়ে তা সোশাল মিডিয়ায় সঠিক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা যেতেই পারে।