এই পাতা মাখলেই টাক মাথায় গজাবে চুল, ত্বক হবে চকচকে, ক্রিম, শ্যাম্পু সব ফেল!
মাথায় হাত দিলেই হাতের মুঠোয় অজস্র চুল। নানা শ্যাম্পু, তেল, হেয়ার টনিক ব্যবহার করেও লাভ হচ্ছে না। যতদিন যাচ্ছে, চুল ঝরেই যাচ্ছে। ফলে মাথায় টাক। কী করবেন ভেবে পাচ্ছেন না? ক

মাথায় হাত দিলেই হাতের মুঠোয় অজস্র চুল। নানা শ্যাম্পু, তেল, হেয়ার টনিক ব্যবহার করেও লাভ হচ্ছে না। যতদিন যাচ্ছে, চুল ঝরেই যাচ্ছে। ফলে মাথায় টাক। কী করবেন ভেবে পাচ্ছেন না? কলাপাতা নিয়ে আসুন। হ্য়াঁ, রূপ বিশেষজ্ঞরা বলছেন, কলাপাতায় এমন সব উপাদান রয়েছে, যা কিনা চুলের জন্য দারুণ উপকারি।
প্রথমে একটা কলাপাতা নিয়ে ভালো করে ধুয়ে বেঁটে নিন। এবার সেই কলাপাতা বাঁটা ভালো করে চুলের গোড়া দিয়ে মাসাজ করুন হালকা হাতে। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। দেখবেন একসপ্তাহের মধ্যেই চুল পড়া বন্ধ হবে। খুসকি দূর হবে। চুলের গোড়া শক্ত হবে।
তবে শুধুই চুল নয়, ত্বকের জন্যও দারুণ উপকারি কলাপাতা। বেসনের মধ্যে কলপাতা বাঁটা মিশিয়ে নিন। মুখে মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে, উষ্ণজলে ধুয়ে নিন মুখ। দেখবেন রোদে পোড়া দাগ দূর হবে। ত্বক হয়ে উঠবে ঝকঝকে।





