এক চামচ চিনিতেই ঝকঝকে ত্বক! রূপচর্চার এই কায়দা জানতেন?

শুষ্ক ত্বককে সতেজ রাখতে এবং বলিরেখা দূর করতে চিনির থেকে ভালো আর কিছুই হয় না। তবে রোজকার রূপচর্চায় চিনি ব্যবহারের কিছু নিয়মও রয়েছে।

এক চামচ চিনিতেই ঝকঝকে ত্বক! রূপচর্চার এই কায়দা জানতেন?
Image Credit source: Social Media

| Edited By: আকাশ মিশ্র

Feb 11, 2025 | 5:17 PM

রূপ বিশেষজ্ঞদের কথায়, চিনি ত্বককে ঝটপট ঝকঝকে করে তোলে। খুব সহজেই ফেসপ্য়াকে চিনি মেশালে, মরাকোষ দূর করে। শুধু তাই নয়, শুষ্ক ত্বককে সতেজ রাখতে এবং বলিরেখা দূর করতে চিনির থেকে ভালো আর কিছুই হয় না। তবে রোজকার রূপচর্চায় চিনি ব্যবহারের কিছু নিয়মও রয়েছে।

১) কফি পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন। তার মধ্যে অল্প মধু ঢেলে ভাল করে মিশিয়ে নিয়ে মুখে কিছু মাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে এই ফেসপ্যাক খুব ভালো কাজ করে।

২) ব্রনর সমস্যায় ভুগছেন? গ্রিন টি পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন এটি করলে ব্রনর সমস্যার দূর হবে।

৩) এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চা চামচ চিনি যোগ করুন। এতে এক চা চামচ মধু দিয়ে ভালভাবে মেশান। এবার এটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই ফেসপ্যাক।

৪) একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটা দিয়ে ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান।

৫) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন। ভাল করে মিশিয়ে পুরো মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে শুকিয়ে নিন এবং তারপর জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।