বাথরুমে রয়েছে খালি বালতি? বিপদ ডাকছেন না তো!

Vastu Tips: বাস্তুশাস্ত্রে রয়েছে বাথরুমের বাস্তু ঠিক না হলে, হাজার চেষ্টাতেও সুদিন ফেরে না। এমনকী, বাথরুমে বিশেষ কিছু নিয়ম না মানলেও বিপদ আসতে পারে সংসারে।

বাথরুমে রয়েছে খালি বালতি? বিপদ ডাকছেন না তো!
Follow Us:
| Updated on: Feb 02, 2025 | 8:27 PM

বাস্তুশাস্ত্রে রয়েছে বাথরুমের বাস্তু ঠিক না হলে, হাজার চেষ্টাতেও সুদিন ফেরে না। এমনকী, বাথরুমে বিশেষ কিছু নিয়ম না মানলেও বিপদ আসতে পারে সংসারে। তাই দুর্দিন কাটাতে অবশ্যই বাথরুমে নজর দিন। না হলে শান্তি থাকবে সংসারে। কী করবেন? রইল টিপস

১) বাথরুমের দরজা কখনই খুলে রেখে দেবেন না। বাথরুম থেকে বেরিয়ে মনে করে দরজা বন্ধ রাখুন। নজরে রাখুন বাথরুমের দরজা যেন সব সময় বন্ধ থাকে। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।

২) বাথরুমে ইন্ডোর প্ল্য়ান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে। তেমনি বাস্তুশাস্ত্রমতে বাথরুমেও পজিটিভ ভাইবস বজায় থাকবে। এক্ষেত্রে একটি কাচের শিশিতে মানি প্ল্য়ান্ট রাখতে পারেন কিংবা ছোট্ট টবে রাখতে পারেন অ্যালোভেরা গাছ। এতে বাথরুমের পরিবেশ সুস্থ থাকবে।

এই খবরটিও পড়ুন

৩) ব্যবহার করা হয়ে গেলে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না। দিনে অন্তত, চারবার এমনিতেই ফ্লাশ করুন।

৪) বাথরুমে সব সময়ই সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকবে। সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া খেলা করে এমন ব্যবস্থা রাখুন। ভেন্টিলেশন ব্যবস্থা যেন সঠিক হয়।

৫) বাথরুমে কখনও ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে। তাই অল্প হলেও বালতিতে জল রাখুন। এতে সমৃদ্ধি আসবে।

৬) বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র, বাথরুমের বাইরেই রাখুন।

৭) বাথরুমের আয়নার পাশে বা সাবান রাখার জায়গায় এক টাকা বা পাঁচ টাকার কয়েন রাখুন। দেখবেন এতে লক্ষ্মীলাভ হবে।