AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Home Remedies: বাড়িতে মাছির উপদ্রবে নাজেহাল? ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে ফেলুন শান্তির নিঃশ্বাস

টাইফয়েড, ডায়রিয়া,কলেরা এমন অনেক রোগের মূল বাহক মাছি। বাড়িতে মাছির উপদ্রব বাড়লে বাজারের কেমিক্যাল স্প্রে ব্যবহার করলে সেই সমস্যা থেকে সাময়িক সমাধান মেলে, দীর্ঘমেয়াদে তা শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর।

Home Remedies: বাড়িতে মাছির উপদ্রবে নাজেহাল? ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে ফেলুন শান্তির নিঃশ্বাস
Home Remedies: বাড়িতে মাছির উপদ্রব? ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে ফেলুন শান্তির নিঃশ্বাসImage Credit: Canva
| Updated on: Sep 07, 2025 | 2:12 PM
Share

গরমকাল হোক বা বর্ষা, রান্নাঘর কিংবা ডাইনিং টেবিলে খাবারের গন্ধ ছড়ালেই যেন হানা দেয় মাছি। শুধু বিরক্তিই নয়, মাছি কিন্তু নানা রকম জীবাণু ছড়িয়ে দেয়। টাইফয়েড, ডায়রিয়া,কলেরা এমন অনেক রোগের মূল বাহক মাছি। বাজারের কেমিক্যাল স্প্রে ব্যবহার করলে মাছির সমস্যা থেকে সাময়িক সমাধান মিললেও, দীর্ঘমেয়াদে তা শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই মাছি তাড়াতে ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া টোটকায়, যেগুলো প্রাকৃতিক এবং কার্যকর।

কেন বাড়িতে মাছির উপদ্রব হয়?

  • আবর্জনা জমে থাকলে – ডাস্টবিন বা উন্মুক্ত জায়গায় থাকা ময়লা মাছিদের সবচেয়ে প্রিয় জায়গা।
  • অপরিষ্কার রান্নাঘর – অপরিষ্কার প্লেট, ফেলে রাখা খাবার, টুকরো টুকরো কাঁচা সবজি/মাছ মাংসের গন্ধে আকৃষ্ট হয় মাছি।
  • পচা ফল বা অতিরিক্ত ভেজা পরিবেশ – এটি মাছির ডিম পাড়ার উপযুক্ত স্থান।

নিম্নে মাছি তাড়ানোর ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করা হল

ক) লেবু আর লবঙ্গের জুটি

একটি লেবুকে অর্ধেক কেটে নিতে হবে। লেবুর ভেতরে ৭–৮টি লবঙ্গ গেঁথে রান্নাঘর বা জানলার পাশে রেখে দিতে হবে। লেবু ও লবঙ্গের মিশ্র গন্ধে মাছি কাছ ঘেঁষবে না।

খ) রসুন বা পেঁয়াজের গন্ধ

কয়েক কোয়া রসুন বা আধা পেঁয়াজ চটকে জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে স্প্রে বোতলে ভরে ঘরের কোণে স্প্রে করুন। মাছি এই গন্ধ সহ্য করতে পারে না।

গ) তুলসী বা পুদিনা

মাছি তুলসী ও পুদিনার গন্ধ একেবারেই পছন্দ করে না। রান্নাঘরে ছোট টবে তুলসি/পুদিনা গাছ রাখুন। এ ছাড়া যদি চান, তা হলে এই দুই গাছের পাতাগুলো চটকে স্প্রে করে বাড়িতে ছড়িয়ে দেওয়া যায়।

ঘ) ভিনিগার স্প্রে

একটি বাটিতে আপেল সাইডার ভিনিগার ঢালুন। উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে ছোট ছিদ্র করুন। এই গন্ধ মাছিকে টানবে। মাছি তখন ভেতরে ঢুকে যাবে, আর বেরোতে পারবে না।

ঙ) কর্পূরের ধোঁয়া

কর্পূর জ্বালিয়ে কয়েক মিনিট ঘরের কোণায় ধোঁয়া দিন। মাছি, মশা বা অন্য কোনও পোকা থাকলেও তা পালিয়ে যাবে।

মাথায় রাখবেন —

প্রতিদিন ডাস্টবিন খালি করতে হবে ও ঢাকনা দিয়ে রাখতে হবে। টেবিলে খাবার ঢেকে রাখতে হবে। জানলায় জাল/নেট লাগালে বাইরে থেকে মাছি ঢুকতে পারবে না। রান্নাঘর শুকনো ও পরিষ্কার রাখলে মাছি আসবে না। মনে রাখবেন, মাছি শুধু বিরক্তির কারণ নয়, রোগ ছড়ানোর অন্যতম মাধ্যম। তাই এখনই ব্যবহার করে দেখুন এই ঘরোয়া টোটকা আর মুক্তি পান মাছির ঝামেলা থেকে।