AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু খেলেই হবে না পাকা আম, মেখে নিন মুখেও!

এই রসালো ফল শুধু খেলেই উপকার হয় না, মাখলেও দারুণ উপকার! হ্য়াঁ, ঠিকই পড়েছেন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, পাকা আমে রয়েছে এমন কিছু উপাদান, যা খুব অল্প সময়েই ত্বকে ফেরাতে পারে জেল্লা।

শুধু খেলেই হবে না পাকা আম, মেখে নিন মুখেও!
Image Credit: Social Media
| Updated on: Apr 30, 2025 | 3:41 PM
Share

আম তো খান, কিন্তু জানেন কি এই রসালো ফল শুধু খেলেই উপকার হয় না, মাখলেও দারুণ উপকার! হ্য়াঁ, ঠিকই পড়েছেন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, পাকা আমে রয়েছে এমন কিছু উপাদান, যা খুব অল্প সময়েই ত্বকে ফেরাতে পারে জেল্লা। রোদে পোড়া ত্বককে রাতারাতি সুন্দর করে তুলতে পারে পাকা আম।

পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, অ্য়ান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের পক্ষে দারুণ উপকারি।

তা কীভাবে মাখবেন পাকা আম?

পাকা আমের শাঁস, সামান্য মধু, সামান্য দুধ মিশিয়ে একটা ফেসপ্যাক তৈরি করে নিন। ২০ মিনিট সেটা লাগিয়ে রেখে, তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন ত্বক নিমেষেই ঝকঝকে হয়ে উঠেছে।

পাকা আমের সঙ্গে অ্য়ালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। শুষ্ক ত্বকের জন্য এই ফেসপ্য়াক দারুণ কাজ করে।