AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চুলে ডিম মাখার পর উৎকট গন্ধ ছাড়ছে? শ্যাম্পুর সঙ্গে মেশান এই ৫টি ঘরোয়া জিনিস

তাই চুলের প্রোটিনের অভাব মেটাতে ডিমের মাস্ক অত্যন্ত কার্যকর। কিন্তু চুল সিল্কি হলেও ডিমের গন্ধ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ শ্যাম্পু দিয়ে ধোয়ার পরেও এই গন্ধ থেকে যায়। তবে কয়েকটি সহজ টোটকা জানলে এই মুশকিল আসান হতে পারে নিমেষেই।

চুলে ডিম মাখার পর উৎকট গন্ধ ছাড়ছে? শ্যাম্পুর সঙ্গে মেশান এই ৫টি ঘরোয়া জিনিস
| Updated on: Jan 27, 2026 | 4:17 PM
Share

বর্তমানের ধুলোবালি, দূষণ আর অনিয়মিত জীবনযাত্রার প্রভাব সরাসরি পড়ে আমাদের চুলের ওপর। চুল হয়ে পড়ে রুক্ষ ও প্রাণহীন। চুলের প্রায় ৮০-৮৫ শতাংশই তৈরি ‘কেরাটিন’ নামক প্রোটিন দিয়ে। তাই চুলের প্রোটিনের অভাব মেটাতে ডিমের মাস্ক অত্যন্ত কার্যকর। কিন্তু চুল সিল্কি হলেও ডিমের গন্ধ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ শ্যাম্পু দিয়ে ধোয়ার পরেও এই গন্ধ থেকে যায়। তবে কয়েকটি সহজ টোটকা জানলে এই মুশকিল আসান হতে পারে নিমেষেই।

কীভাবে দূর করবেন ডিমের গন্ধ? লেবুর রস: শ্যাম্পুর সঙ্গে ১-২ চামচ লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিন। লেবুর সাইট্রিক অ্যাসিড ডিমের গন্ধকে প্রশমিত করে এবং স্ক্যাল্পকে তরতাজা রাখে। তবে যাদের স্ক্যাল্প খুব শুষ্ক, তারা লেবুর রস কম পরিমাণে ব্যবহার করবেন।

অ্যাপেল সাইডার ভিনেগার: এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে শুধু গন্ধই দূর হবে না, চুলের পিএইচ (pH) ভারসাম্য বজায় থাকবে এবং চুলে বাড়তি জেল্লা আসবে।

কফি পাউডার: কফির কড়া সুগন্ধ ডিমের গন্ধকে চাপা দিতে ওস্তাদ। আধ চামচ মিহি কফি পাউডার শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর স্বাভাবিক জলে ধুয়ে ফেলুন। এতে চুলে এক চমৎকার সুবাস থেকে যাবে।

গোলাপ জল: প্রাকৃতিক সুগন্ধ পেতে শ্যাম্পুর সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এটি স্ক্যাল্পকে ঠান্ডা রাখে এবং চুলে হালকা মিষ্টি গন্ধ আনে।

এসেনশিয়াল অয়েল: ল্যাভেন্ডার বা টি-ট্রি অয়েলের ২-৩ ফোঁটা শ্যাম্পুতে মিশিয়ে চুলে মাখুন। এটি দ্রুত ডিমের গন্ধ দূর করতে সক্ষম।

চুলে ডিমের মাস্ক লাগানোর পর তা ধোয়ার জন্য কখনোই গরম জল ব্যবহার করবেন না। গরম জলে ডিম জমাট বেঁধে চুলের গোড়ায় আটকে যেতে পারে, যা পরিষ্কার করা কঠিন এবং এতে গন্ধ আরও বেড়ে যায়। সবসময় ঠান্ডা বা খুব সামান্য ঈষদুষ্ণ জল ব্যবহার করুন।