AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকতে দিচ্ছে না টিকটিকি? এই ৫ টোটকায় হবে খেল খতম

ঘরের দেওয়াল জুড়ে তারা রাজত্ব করে। হঠাৎই ঝাঁপ দেয় খাবার টেবিলে কিংবা বিছানায়। বাথরুম থেকে ড্রয়িং রুমে অবাধ যাতায়াত। তাদের এমন হাভভাব, যেন তারা আপনার বাড়ির আসল মালিক। বাড়ির ঘুলঘুলি ঠুকে টিকটিক আওয়াজ করে নানা কুসংস্কারকে সঙ্গ দেয়।

টিকতে দিচ্ছে না টিকটিকি? এই ৫ টোটকায় হবে খেল খতম
| Updated on: Mar 13, 2025 | 12:07 AM
Share

ঘরের দেওয়াল জুড়ে তারা রাজত্ব করে। হঠাৎই ঝাঁপ দেয় খাবার টেবিলে কিংবা বিছানায়। বাথরুম থেকে ড্রয়িং রুমে অবাধ যাতায়াত। তাদের এমন হাভভাব, যেন তারা আপনার বাড়ির আসল মালিক। বাড়ির ঘুলঘুলিতে ঢুকে টিকটিক আওয়াজ করে নানা কুসংস্কারকে সঙ্গ দেয়। তবে অনেকেই টিকটিকি দেখলেই অস্বস্তিতে ভোগেন। কিন্তু নানান চেষ্টা করেও, টিকটিকি তাড়াতে  ক্লান্ত। কিন্তু জানেন কি? ঘরোয়া টোটকাতেও ঝটপট তাড়াতে পারেন টিকটিকি!

একটা স্প্রে বোতলে গোলমরিচ জলে গুলে ভরে নিন। যেখানেই টিকটিকি দেখবেন, স্প্রে করে নিন। দেখবেন ঝটপট পালিয়ে যাচ্ছে ।

পেঁয়াজ ছোট ছোট করে কেটে ঘরের নানা কোণায় রেখে দিন। কিংবা রসুনের কোয়াও ঘরের কোণায় রাখুন। ঝাঁঝালো গন্ধে দেখবেন টিকটিকি কাছে ঘেঁষবে না।

ঘরের বিভিন্ন ড্রয়ারে, আলমারির পিছনে ন্যাপথলিন বল রেখে দিন। টিকটিকি ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে না পেরে, পালিয়ে যাবে।

ডিম ব্য়বহার করে খোসা ফেলে দেবেন না। বরং বাড়ির যে জায়গায় টিকটিকির উৎপাত, সেখানে ডিমের খোসা গুঁড়ো, গুঁড়ো করে ছড়িয়ে দিন। দেখবেন, টিকটিকি কাছেও ঘেঁষবে না।

স্যাতস্যাতে জায়গাতেই টিকটিকির বাস হয়। তাই চেষ্টা করুন, নিয়মিত ঘর পরিষ্কার রাখতে। ঘরের কোথাও জল জমলে, দ্রুত সেটা পরিষ্কার করে নিন। দেখবেন টিকটিকি আর আপনাকে বিরক্ত করবে না।