এই এক টোটকাতেই লাল পিঁপড়ের জীবনে লাল আলো জ্বলে যাবে, ৫ মিনিটে বংশ হবে ধ্বংস
বাড়ির যেদিকে তাকাচ্ছেন সেদিকেই লাল পিঁপড়ের মিছিল। রান্নাঘর থেকে ড্রয়িং রুম, বেডরুমে অবাধ প্রবেশে তাদের। শুধু কী তাই, বিছানাতেও আজকাল দেখা মিলছে লাল পিঁপড়ের প্যারেড।

বাড়ির যেদিকে তাকাচ্ছেন সেদিকেই লাল পিঁপড়ের মিছিল। রান্নাঘর থেকে ড্রয়িং রুম, বেডরুমে অবাধ প্রবেশে তাদের। শুধু কী তাই, বিছানাতেও আজকাল দেখা মিলছে লাল পিঁপড়ের প্যারেড। বাজার চলতি হাজার ওষুধ ব্যবহার করেও সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে উপায়? ঘরোয়া বেশ কিছু টোটকা রয়েছে লাল পিঁপড়ে তাড়ানোয়। যা কিনা নিমেষেই দূর দূর করে তাড়াবে পিঁপড়েদের।
কিছুটা পরিমাণ ভিনিগারে মিশিয়ে দিন লেবুর রস। এবার বাড়ির যে জায়গায় লাল পিঁপড়ের আনাগোণা বেশি, সেখানেই ছড়িয়ে দিন এই লেবুর রস মেশানো ভিনিগার।
বোরিক অ্যাসিডের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন। পিঁপড়ের মিছিলের উপর তা ছিটিয়ে দিন। দেখবেন, মাত্র ৫ মিনিটেই মিছিল শেষ।
তেজপাতা, লবঙ্গ, পুদিনা ও কর্পূর একসঙ্গে মিশিয়ে নিন। এবার গুঁড়ো করে ছড়িয়ে দিন পিঁপড়ের যাওয়া-আসার রাস্তায়। দেখবেন পিঁপড়ে হবে গায়েব।





