
যেদিকে নজর যাচ্ছে, সেদিকেই উইপোকা। উইপোকার কারণে একেবারে নাজেহাল অবস্থা। দেওয়াল থেকে শুরু করে বইয়ের আলমারি। সব দিকেই উই। বাজার থেকে কেনা ওষুধে কাজ দিচ্ছে না। বার বার ফিরে আসছে উই। এবার উপায়? ঘরোয়া টোটকাতেই রয়েছে এর সমাধান। ঝটপট ট্রাই করুন।
১) সেই মা-ঠাকুমার সময় থেকেই দেখা যায় শাড়ির ভাঁজে নিম পাতা শুকিয়ে রাখতে। যাতে পোকা শাড়ি না কেটে ফেলে। নিম পাতার গন্ধ কাজে লাগবে উই নিধনের কাজেও। প্রথমে নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার বইয়ের তাকে, কাঠের আলমারি বা অন্যান্য আসবাবপত্রের কোণায় কোণায় ছড়িয়ে দিন গুঁড়ো করা নিমপাতা। প্রতি সপ্তাহে একবার করে নিমপাতা গুঁড়ো ছড়ালেই ফল পাবেন হাতেনাতে। দূর হবে উইপোকা।
২) ন্যাপথলিনের বল রেখে দিন আসবাবের কোণায়। কাঠের আলমারিতে জামা-কাপড়ের ভাজে ভাজে রাখুন। বক্স খাটের ভিতরেও রাখতে পারেন। ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা আসবাবপত্রের ধারে কাছেও ঘেঁষবে না। চাইলে ন্যাপথলিনকে কেরসিনে ডুবিয়েও রাখতে পারেন আসবাবের ভিতর।
৩) রান্না করার মশলাও কিন্তু রান্নাতেই ম্যাজিক দেখায় না শুধু। তা কাজে লাগতে পারে আপনার বাড়ির উই নিধন যজ্ঞেও। কালো জিরে সবার বাড়ির রান্নাঘরেই থাকে। আর এই কালো জিরে হল যে কোনও পোকা-মাকড় তাড়ানোর অব্যর্থ টোটকা। রোদে কালো জিরে শুকোতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে উই বাসা বেঁধেছে, তার আশেপাশে রেখে দিন। উইপোকা ধারে-কাছেও ঘেঁষবে না।
৪) কর্পূরের গন্ধও উইপোকা সহ্য করতে পারে না। কাজেই কর্পূর গুঁড়ো করে কেরোসিনের সঙ্গে মিশিয়ে ঘরের দেওয়ালে ও আসবাবের গায়ে দিয়ে দিন। উইপোকার উপদ্রব কমতে বাধ্য। সপ্তাহে অন্তত, ৩ দিন এটি করুন। দেখবেন চটজলদি সমাধান হবে।