ডিমের খোসা ভুলেও ফেলে দেবেন না, এর অন্য ব্যবহার জানলে আজ থেকেই জমাতে শুরু করবেন
রান্নাঘরে এমন অনেক কিছুই রয়েছে, যা কিনা ব্যবহারের পর তাঁর বাদবাকি অংশ ফেলে দেওয়া হয়। কিন্তু এই বাদ দেওয়া অংশই যে ঘরের নানা কাজ উদ্ধার করে এক নিমেষে, তা অনেকেই জানেন না। যেমন, ডিম ও তার খোসা। ডিম ফাটিয়ে ব্যবহারের পর সাধারণত আমরা ডিমের খোসা ফেলে দিই।

কথায় আছে, কোনও কিছুই ফেলা যায় না। ছাই সরিয়েও মিলতে পারে মূল্যবান রত্ন। হ্য়াঁ, ঘরোয়া টিপসের ব্যাপারে একথা কিন্তু একেবারেই প্রযোজ্য। রান্নাঘরে এমন অনেক কিছুই রয়েছে, যা কিনা ব্যবহারের পর তাঁর বাদবাকি অংশ ফেলে দেওয়া হয়। কিন্তু এই বাদ দেওয়া অংশই যে ঘরের নানা কাজ উদ্ধার করে এক নিমেষে, তা অনেকেই জানেন না। যেমন, ডিম ও তার খোসা। ডিম ফাটিয়ে ব্যবহারের পর সাধারণত আমরা ডিমের খোসা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই ডিমের খোসাই দারুণ সব কাজ করে।
কীভাবে ব্যবহার করবেন ডিমের খোসা?
অনেকেই ডিমের খোসা ফেলে দেন। অনেকে আবার গাছের সার তৈরি করেন এই ডিমের খোসা দিয়ে। তবে এই সার তৈরি ছাড়াও, ডিমের খোসা কিন্তু আরও নানারকম কাজে ব্যবহার হয়। তাই ডিমের খোসা ফেলে দিয়েও কাজ নেই। বরং ফের কাজে লাগান।
বাসনে পোড়া দাগ তুলতে খুবই সাহায্য করে ডিমের খোসা। বিশেষ করে কড়াইয়ের পোড়া দাগ তুলতে ডিমের খোসা দারুণ কাজে লাগবে।
পোকামাকড়ের কবল থেকে বাঁচাতে ব্যবহার করুন ডিমের খোসা৷ দেখবেন মুহূর্তেই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে পোকামাকড়, আরশোলা,টিকটিকি৷ ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে ঘরের কোণায় রেখে দিন। দেখবেন, পোকামাকড় দূরে থাকবে।
একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন৷ তার সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে দিন৷ এবার তা যে কোনও ব্যথার জায়গায় লাগিয়ে দিন৷ দেখবেন দ্রুত ব্যথা কমবে।
