বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘Hot and Sour’ ভেজিটেবল সুপ
রেস্তোরাঁতে গিয়ে তো মাঝেমধ্যেই সুপ খান, কিন্তু বাজারের টাটকা সবজি দিয়ে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় পুষ্টিকর সুপ, তবে কেমন হয়? আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা ‘hot and sour soup’ ভেজিটেবল সুপের সহজ রেসিপি।

বাইরের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় এক বাটি গরম সুপ মানেই পরম তৃপ্তি। শীতের এই সময়টাতে সর্দি-কাশি থেকে দূরে থাকতে এবং শরীরকে ভেতর থেকে গরম রাখতে সুপের কোনও বিকল্প নেই। রেস্তোরাঁতে গিয়ে তো মাঝেমধ্যেই সুপ খান, কিন্তু বাজারের টাটকা সবজি দিয়ে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় পুষ্টিকর সুপ, তবে কেমন হয়? আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা ‘hot and sour soup’ ভেজিটেবল সুপের সহজ রেসিপি।
বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হবে এই ম্যাজিক ডিশ—
সবজি: কুচানো গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং সামান্য কড়াইশুঁটি (আধ কাপ)।
মশলা: আদা ও রসুন কুচি (১ চামচ), কাঁচালঙ্কা কুচি (স্বাদমতো)।
সস: সোয়া সস (১ চামচ), গ্রিন চিলি সস (১ চামচ), ভিনিগার (১ চামচ)।
অন্যান্য: কর্নফ্লাওয়ার (২ চামচ), সাদা তেল বা বাটার, নুন ও গোলমরিচ গুঁড়ো।
প্রথমে একটি প্যানে সামান্য বাটার বা সাদা তেল গরম করুন। তাতে আদা, রসুন ও লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করুন। ২. এবার সমস্ত কুচানো সবজিগুলো দিয়ে দিন। খেয়াল রাখবেন সবজি যেন খুব বেশি ভাজা না হয়, সামান্য নরম হলেই হবে। ৩. প্যানে ৩-৪ কাপ জল এবং স্বাদমতো নুন দিন। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে সবজিগুলো ৫-৭ মিনিট সেদ্ধ হতে দিন। ৪. সবজি সেদ্ধ হয়ে এলে এতে সোয়া সস, চিলি সস এবং ভিনিগার মিশিয়ে দিন। ৫. সুপটি ঘন করার জন্য ২ চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে ধীরে ধীরে সুপের মধ্যে ঢেলে দিন এবং নাড়তে থাকুন। ৬. সবশেষে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
ওপর থেকে ধনেপাতা কুচি বা স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে এর সাথে সামান্য চিজ বা মাখনও যোগ করতে পারেন।
পুষ্টিবিদদের মতে, সবজিতে থাকা ভিটামিন ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে গোলমরিচ ও আদা গলার অস্বস্তি কমাতে অত্যন্ত কার্যকর। তাই এই শীতে বিকেলের জলখাবারে বাইরের ভাজাভুজির বদলে এই স্বাস্থ্যকর সুপ হতে পারে আপনার সেরা সঙ্গী।
