এসব দিলেই পনিরের স্বাদ বাড়বে তিনগুণ, সহজ রেসিপিতেই সবার মন জিতে নিন
পনির খেতে কমবেশি সবাই ভালবাসেন। তবে এভাবে পনির রান্না করলে স্বাদ কিন্তু বাড়বে তিনগুণ। খুব সহজেও তৈরি হয়ে যাবে এই পদ। আজকেই ট্রাই করুন।

যা যা লাগবে—
পনির ৩৫০ গ্রাম, সেদ্ধ ও টুকরো করা আলু ২টি, বড়ো টম্যাটো ১টি, আদাবাটা ২ চামচ, কাঁচালঙ্কা ২টি, হলুদ চা চামচ, গরমমশলা গুঁড়ো ১ আন্দাজমতো, নুন, চিনি, তেজপাতা, পাঁচফোড়ন। ১ চা চামচ তেল বা ঘি।
এভাবে তৈরি করুন—
৩০০ গ্রাম পনির পছন্দমতো টুকরো করে নিন। বাকি পনির, কাঁচালঙ্কা ও টম্যাটো একসঙ্গে পিষে রাখবেন। টুকরো করা পনির নুন মেখে হালকা ভেজে আন্দাজমতো জলে ডুবিয়ে রাখুন। এতে পনির নরম থাকবে। কড়াইতে বাকি তেল বা ঘি গরম করে তেজপাতা, পাঁচফোড়ন দিন। গন্ধ বেরোলে আদাবাটা হলুদ দিয়ে কষুন। কষা হয়ে গেলে ১২ কাপ গরম জল, নুন ও চিনি দেবেন। ঝোল ফুটলে পনিরের টুকরো দিন। ২/১ বার ফুটলে টমাটো পনিরের মিশ্রণ এবং গরমমশলা মেশান। ঝোল মাখা মাখা হলে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।
