চিংড়ি দিয়ে রেঁধে ফেলুন নতুন স্বাদের পোলাও, অতিথিদের তাক লাগিয়ে দিন
বাঙালি বাড়িতে কোনও অনুষ্ঠান হলেই, পোলও একেবারে মাস্ট। কিন্তু স্বাদ বদলে এই পোলাও যদি হয় চিংড়ির? হ্যাঁ, মা-ঠাকুমাদের রান্নাঘরে রয়েছে এমনই এক সুস্বাদু রেসিপি যা একবার খেলে বার বার খেতে চাইবেন।

বাঙালি বাড়িতে কোনও অনুষ্ঠান হলেই, পোলও একেবারে মাস্ট। কিন্তু স্বাদ বদলে এই পোলাও যদি হয় চিংড়ির? হ্যাঁ, মা-ঠাকুমাদের রান্নাঘরে রয়েছে এমনই এক সুস্বাদু রেসিপি যা একবার খেলে বার বার খেতে চাইবেন।
যা যা লাগবে—
চিংড়ি মাছ ১ কাপ, তেল/ঘি মিলিয়ে ৬ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, আদাবাটাই চা চামচ, জিরেবাটা ১ চা চামচ, নুন পরিমাণমতো, এলাচ/দারচিনি ৪-৫টি, কাঁচা লঙ্কাবাটা ১ চা চামচ, পোলাও চাল ২ কাপ, জল ২ কাপ, নারকেল দুধ ২ কাপ, চিনি ১ টেবিল চামচ।
এভাবে তৈরি করুন—
মাইক্রোওয়েভ ডিশে প্রথমে তেল/ঘি ও পেঁয়াজকুচি দিয়ে ৬ মিনিট রান্না করুন। এরপর এলাচ দারচিনিসহ বাকি সব মশলা দিয়ে ৩ টেবিল চামচ জল দিয়ে মশলা কষান। এরপর আরও ৩ মিনিট ঢাকনা ছাড়া রান্না করুন। এরপর চিংড়ি মাছ দিয়ে আরও ৪ মিনিট রান্না করুন ঢাকনাসহ। এরপর চাল, জল, নারকেলের দুধ ও চিনি দিয়ে একটু উচ্চ তাপমাত্রায়-তে ১৬ মিনিট রান্না করুন। তারপর হালকা তাপমাত্রায় আরও ৫ মিনিট রেখে নামিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।
