ছাত্রকে নিজের নগ্ন ছবি পাঠালেন শিক্ষিকা! জানাজানি হতেই…

স্ন্যাপচ্যাটে তিনি খারাপ প্রস্তাব দেন। অভিযুক্ত লেখেন, "আমি বাজি ধরছি সব ছেলেরা আমাকে নিয়ে স্বপ্ন দেখে। আমি ওঁদের দোষ দিই না - আমার বড় ....।"

ছাত্রকে নিজের নগ্ন ছবি পাঠালেন শিক্ষিকা! জানাজানি হতেই...
ছাত্রকে নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা!
Follow Us:
| Updated on: Dec 07, 2024 | 5:47 PM

১৫ বছরের ছাত্রকে স্ন্যাপচ্যাটে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়ে গ্রেফতার হলেন শিক্ষিকা। মহিলা পেশায় লন্ডনের একজন প্যারা শিক্ষিকা। তাঁর বয়স ৩৩ বছর। বুধবার কার্ডিফ ক্রাউন কোর্টের নির্দেশ অনুসারে তাঁকে হেফাজতে পাঠানো হয়েছে। ৩৩ বছর বয়সী নাটালি অ্যারোয়োর এক সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে।

আদালতের শুনানি অনুসারে, অভিযুক্ত নিগৃহিত ছেলেটির শিক্ষিকা ছিলেন। জানা গিয়েছে, প্রথমে খুব সাধারণ ভাবেই ছেলেটির সঙ্গে ম্যাসেজের মাধ্যমে কথা বলা শুরু করেন সকলে।

পরে স্ন্যাপচ্যাটে তিনি খারাপ প্রস্তাব দেন। অভিযুক্ত লেখেন, “আমি বাজি ধরছি সব ছেলেরা আমাকে নিয়ে স্বপ্ন দেখে। আমি ওঁদের দোষ দিই না – আমার বড় ….আছে।”

এরপরে, অ্যারোয়ো অন্তর্বাসে নিজের গোপনাঙ্গের ছবি পাঠায় এবং ছেলেটিকেও তাঁর গোপনাঙ্গের একটি ছবি পাঠাতে বলে। এমনকি শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন।

মায়ের সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার সময় এই ধরনের ছবি পাঠাতে অ্যারোয়াকে নিষেধ করেন ছেলেটি। কিন্তু মহিলা তার পরেও একই কাজ করতে থাকেন।

এই মামলার বাদী পক্ষের উকিল অ্যান্ড্রু কেন্ডাল আদালতে জানান যে অভিযুক্ত নিগৃহিতকে তারপরেও নিজের গোপনাঙ্গ ও যৌনাঙ্গের ছবি পাঠাতে থাকে।

ছেলেটি শারীরিক সম্পর্ক করতে আগ্রহী নয় জানিয়ে দেওয়ার পরেও বার বার ওই ধরনের ম্যাসেজ পাঠাতে থাকে ওই মহিলা। এমনকি একটি ভিডিও পাঠান অভিযুক্ত, যেখানে তাঁকে যৌন কর্ম করতে দেখা যায়।

পরে নিগৃহিত ছেলেটি অন্য এক ব্যাক্তিকে পুরো বিষয়টি জানায়। গ্রেপ্তারের পর, প্রাথমিকভাবে অভিযুক্ত সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন। পরে অপরাধ স্বীকার করতে তিনি বলেন তিনি ভেবেছিলেন নিগৃহীতের বয়স ১৬।

‘একজন শিশুকে যৌন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার প্ররোচনা দেওয়া’ এবং ‘শিশুর সঙ্গে যৌন কথা বলার’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয় নাটালিয়াকে। তিন বছর চার মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। যৌন অপরাধীর একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।