Coffee Use in Hair: পুজোর আগে ফিরবে চুলের জেল্লা, সপ্তাহে একদিন কফি মাখুন জাস্ট এভাবে

অনেকের সকালটা শুরু হয় ব্ল্যাক কফি (Coffee ) দিয়ে। কারও আবার পছন্দ চিনি দিয়ে কফি। তবে কফি শুধু পান করার জন্য নয়, চুলের যত্নেও অত্যন্ত কার্যকরী। কীভাবে, কখন ব্যবহার করলে ভাল ফল পাবেন, রইল খুঁটিনাটি।

Coffee Use in Hair: পুজোর আগে ফিরবে চুলের জেল্লা, সপ্তাহে একদিন কফি মাখুন জাস্ট এভাবে
Coffee Use in Hair: পুজোর আগে ফিরবে চুলের জেল্লা, সপ্তাহে একদিন কফি মাখুন জাস্ট এভাবেImage Credit source: Getty Images

Aug 23, 2025 | 8:16 PM

অনেকের সকালটা শুরু হয় ব্ল্যাক কফি (Coffee ) দিয়ে। কারও আবার পছন্দ চিনি দিয়ে কফি। তবে কফি শুধু পান করার জন্য নয়, চুলের যত্নেও অত্যন্ত কার্যকরী। কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন রয়েছে, যা চুলের গোড়া মজবুত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং উজ্জ্বলতা আনে। পুজোর আগে উজ্জ্বল, ঘন চুল চাইলে ব্যবহার করতে পারেন কফি দিয়ে হেয়ার মাস্ক। 

কফি হেয়ার মাস্ক তৈরির উপায় –

উপকরণ: কফি গুঁড়ো ২ টেবিল চামচ, নারকেল তেল বা অলিভ অয়েল ১ টেবিল চামচ, দই ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী: প্রথমে সব উপকরণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এ বার চুল ভাগ করে স্ক্যাল্প ও গোড়া থেকে আগা পর্যন্ত ওই হেয়ার মাস্ক ভাল করে লাগাতে হবে। এ বার শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে ২০–৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কফি হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলে কী কী হয়?

  • চুলে উজ্জ্বলতা বাড়ে: কফির প্রাকৃতিক রং চুলকে শাইনিং লুক দেয়।
  • চুল পড়া কমায়: ক্যাফেইন চুলের ফলিকলকে উদ্দীপ্ত করে, ফলে চুলের বৃদ্ধি বাড়ে।
  • স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে: ফলে চুলে পুষ্টি সহজে পৌঁছে যায়।
  • তৈলাক্ত চুলের সমাধান: কফি চুল থেকে অতিরিক্ত তেল শোষণ করে।
  • খুশকি কমাতে সহায়ক: স্ক্যাল্প পরিষ্কার রাখে, ফাঙ্গাল গ্রোথ কমায়।
  • প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে: চুল নরম এবং মসৃণ হয়ে যায়।

ব্যবহার নিয়ম: ওই মিশ্রণ বেশি নয়, সপ্তাহে ১ বার ব্যবহার করলেই যথেষ্ট। উল্লেখ্য, কফি হেয়ার মাস্ক ব্যবহা করলে হালকা চুলে রঙের পরিবর্তন হতে পারে।