LED Comb: কাঠ নয় চুল আঁচড়াতে ব্যবহার করুন বিশেষ এই এলইডি চিরুনি

LED Comb: কাঠের চিরুনি প্লাস্টিকের চিরুনি তো অনেক হল। কিন্তু 'এলইডি' চিরুনির নাম শুনেছেন? চুলের নানাবিধ সমস্যার সমাধান করতে পারে বিশেষ এই চিরুনিই।

LED Comb: কাঠ নয় চুল আঁচড়াতে ব্যবহার করুন বিশেষ এই এলইডি চিরুনি

Aug 29, 2024 | 6:09 PM

কাঠের চিরুনি প্লাস্টিকের চিরুনি তো অনেক হল। কিন্তু ‘এলইডি’ চিরুনির নাম শুনেছেন? চুলের নানাবিধ সমস্যার সমাধান করতে পারে বিশেষ এই চিরুনিওই

চুল পড়া সমস্যা নিয়ে কম-বেশি সকলেই প্রায় জেরবার। তবে ওই যে কথায় বলে না ‘মডার্ণ প্রবলেম, নিডস মডার্ণ সলিউশন’। অর্থাৎ, আধুনিক সমস্যার প্রয়োজন এ যুগের মতোই সমাধানের। ঠিক সেই উপায়টি হল এলইডি চিরিনি। গবেষণায় দেখা গিয়েছে, চুলের গোড়ায় পুষ্টি জোগাতে এবং ফলিকলগুলিকে উদ্দীপিত করতে এই এলইডি আলো বেশ কার্যকরী। ফাঁকা মাথায় চুল গজাতেও সাহায্য করে এই এলইডি চিরুনি।

এলইডি চিরুনি কী ভাবে কাজ করে?

বিশেষ ধরনের এই চিরুনিটি থেকে এক প্রকার আলো বিচ্ছুরিত হয়। সেই আলো ফলিকলগুলিকে উদ্দীপিত করে। ফলে চুল পড়ে যাওয়ার পরেও নতুন চুল গজানোর সম্ভাবনা তৈরি হয়।

মহিলা এবং পুরুষদের মাথায় যে ধরনের টাক পড়তে দেখা যায়, চিকিৎসা পরিভাষায় একে ‘অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া’ বা ‘জিয়োমেট্রিক হেয়ার থিনিং’ বলা হয়। এই ধরনের সমস্যাতে দারুণ উপকারী এলইডি চিরুনি। এলইডি চিরুনি এক ধরনের তরঙ্গ তৈরি করে। এই তরঙ্গ ক্ষতিগ্রস্ত টিস্যু বা চুলের বয়সজনিত ক্ষয় সারিয়ে তুলতে পারে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল রাখতে এবং চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছতেও সাহায্য করে।

কখন কী ভাবে ব্যবহার করতে হয় এই চিরুনি?

এই চিরুনিটি দিয়ে প্রতি দিন এক বার করে চুল আঁচড়ানো যেতে পারে। আগে এই পদ্ধতি কেবল চিকিৎসকেরা ব্যবহার করলেও উন্নত প্রযুক্তির সাহায্যে এলইডি চিরুনি সাধারণের ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে।

শ্যাম্পু করার পর চুল অল্প ভিজে থাকা অবস্থাতেই এই চিরুনি দিয়ে চুল আঁচড়ে নেওয়া যেতে পারে। ভাল ফল পেতে হলে নিয়ম করে মিনিট দশেক এই চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করতে পারেন। তবে এই উপায় সবার উপযুক্ত নয়। যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁরা এই চিরুনি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।