স্টাইলিশ দাড়ি চাইছেন? পার্লারে নয়, বাড়িতেই মাখুন এই তেল

আজকাল খুব কম পুরুষ মানুষকেই দেখা যায় ক্লিনড শেভড। বেশিরভাগ ক্ষেত্রে নানাধরনের দাড়ি রেখে স্টাইলিং সেরে ফেলেন ছেলেরা। কিন্তু এই দাড়ির যদি নিয়মিত যত্ন না হয়, তাহলে স্টাইল কিন্তু একেবারে মাঠে মারা যায়। কিন্তু দাড়ির বিশেষ খেয়াল রাখতে বার বার পার্লারে যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার।

স্টাইলিশ দাড়ি চাইছেন? পার্লারে নয়, বাড়িতেই মাখুন এই তেল

| Edited By: আকাশ মিশ্র

Feb 13, 2025 | 7:38 PM

আজকাল খুব কম পুরুষ মানুষকেই দেখা যায় ক্লিনড শেভড। বেশিরভাগ ক্ষেত্রে নানাধরনের দাড়ি রেখে স্টাইলিং সেরে ফেলেন ছেলেরা। কিন্তু এই দাড়ির যদি নিয়মিত যত্ন না হয়, তাহলে স্টাইল কিন্তু একেবারে মাঠে মারা যায়। কিন্তু দাড়ির বিশেষ খেয়াল রাখতে বার বার পার্লারে যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু উপায়? বাড়িতেই কয়েকটি তেল কিনে সেরে ফেলতে পারেন দাড়ি স্টাইলিং।

আজকাল অনলাইন বা বাজারে ইউক্যালিপটাস তেল সহজেই কিনতে পাওয়া যায়। এই তেল অ্যান্টি-ব্যাকটিরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল। দাড়ি দ্রুত বড় হতেও সাহায্য করে। শুধু তাই নয়, দাড়ি ঝকঝকে ও সুন্দর হয়।

৬ চা চামচ অলিভ অয়েলের সঙ্গে ২-৩ ফোঁটা ইউক্যালিপটাস অয়েল ভাল করে মিশিয়ে নিন। তারপর সেটা দাড়িতে হালকা হাতে লাগিয়ে, মাসাজ করুন ৩০ মিনিট। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, স্মুথ হয়ে যাবে আপনার দাড়ি।

বাড়িতে যদি খাঁটি নারকেল তেল থাকলে আর কথাই নেই। একটা ছোট বোতলে নারকেল তেল ভর্তি করুন। তাতে ১০ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে রাখুন। রোজ রাতে শোওয়ার সময় দাড়িতে প্রয়োজনমতো লাগিয়ে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। এতে দাড়ির ভালো গ্রোথ হবে।

টি ট্রি ওয়েল খুব ভাল ময়েশ্চারাইজার। গন্ধটাও খুব সুন্দর। দু’ফোঁটা ইউক্যালিপটাস অয়েলের সঙ্গে দু’ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে রাখুন। রোজ স্নানের ১৫ মিনিট আগে ভাল করে দাড়িতে লাগিয়ে রাখুন।

বাজারে কেমিক্যালযুক্ত দাড়ির ক্রিম পাওয়া যায়। সেগুলো বেশি মাখা ভালো নয়। এতে তাড়াতাড়ি দাড়ির চুল পেকে যায়। এর বদলে অ্যালোভেরা জেল মাখতে পারেন। নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগালে দাড়ি সতেজ থাকবে।