
ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। একে সরস্বতী পুজো তার সঙ্গে আবার ভ্যালেন্টাইন্স ডে। যাকে বলে সোনায় সোহাগা আর কি! দু’দিন পরেই শুরু হচ্ছে ভালোবাসার সপ্তাহ। এই সময় ভালোবাসার মানুষটাকে সঙ্গে নিয়ে ঘুরতে যাবেন নাকি? কিন্তু কোথায় যাবেন সেটা কি বুঝতে পারছেন না?
শান্ত সমুদ্র সৈকত, মনোমুগ্ধকর পরিবেশ, নাকি পাহাড়ের কোলে বরফের মাঝে একে অপরের মধ্যে হারিয়ে যেতে চান, তাও আবার ভারতের বাইরে! এই প্রতিবেদনে আপনার জন্য রইল সেরা রোম্যান্টিক ডেস্টিনেশনের হদিস।
সান্তোরিনি, গ্রীস – বিখ্যাত সাদাকালো ভবন, স্বচ্ছ জলরাশি, ইতিহাস, মনোমুগ্ধকর দৃশ্য প্রেম করার জন্য কিন্তু আদর্শ জায়গা। ভ্যালেন্টাইন্স ডে তে সঙ্গীকে নিয়ে এখানে অনায়াসে ঘুরে আসতে পারেন। তবে যদি এখানে যান তাহলে সূর্যাস্ত দেখতে ভুলবেন না কিন্তু। প্রেমিকার হাত ধরে গ্রীসের সরু রাস্তা দিয়ে ঘুরে বেড়ান আর সমুদ্রের ধারে সুস্বাদু গ্রীক খাবারের স্বাদ নিন।
প্যারিস, ফ্রান্স – ভালোবাসার শহর প্যারিস। তাই রোমান্টিক গন্তব্যের তালিকায় এই জায়গার থেকে ভাল আর কী বা হতে পারে। রাজকীয় আইফেল টাওয়ার থেকে শুরু করে পাথরের রাস্তা, মনোমুগ্ধকর ক্যাফে,একে অপরের প্রেমে ডুবে থাকার জন্য এর থেকে আদর্শ জায়গা আর কিছু হয় না।