জোড়া কলা শুভ না অশুভ, এটি খেলে সত্যিই কি জীবনে মহাবিপদ ঘনিয়ে আসে?

প্রতিটি মানুষের রোজকার কাজের সঙ্গে শুভ এবং অশুভ যোগ রয়েছে। সমাজের নানা প্রান্তে অনেক কিছু বিশ্বাস ও অবিশ্বাসের সঙ্গে জড়িয়ে। তেমনই জোড়া কলা খাওয়া শুভ না অশুভ? এর সঙ্গেও জড়িয়ে বিশ্বাস।

জোড়া কলা শুভ না অশুভ, এটি খেলে সত্যিই কি জীবনে মহাবিপদ ঘনিয়ে আসে?
জোড়া কলা শুভ না অশুভ, এটি খেলে সত্যিই কি জীবনে মহাবিপদ ঘনিয়ে আসে?Image Credit source: Pinterest

Aug 02, 2025 | 1:40 PM

এক শালিক দেখা মানেই অযাত্রা… বিড়াল রাস্তা পেরোনো মানে অযাত্রা… কলা দেখে বাড়ি থেকে বেরোনো মানে অযাত্রা… এ সকল কথা নানা বাড়িতে শোনা যায়। এগুলির বৈজ্ঞানিক ভিত্তি নেই। পুরোটাই কুসংস্কার। তেমনই অনেকে বলে থাকেন জোড়া কলা খাওয়া শুভ নয়। এটি খেলে নাকি জীবনে মহাবিপদ ঘনিয়ে আসে। আসল সত্যিটা কী?

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর… এই আঙ্গিক থেকে কেউ কেউ বলে থাকেন, জোড়া কলা খাওয়া অশুভ। আবার অনেকের মতে এটি শুভ। কারণ, প্রায়শই দেখা যায় যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে কলা ব্যবহার করা হয়। জোড়া কলাও বেশ কিছু পুজোতে কাজে লাগে। এ ছাড়া নানা দেব দেবীকে নৈবেদ্যতে প্রায়শই দেওয়া হয় কলা।

প্রতিটি মানুষের রোজকার কাজের সঙ্গে শুভ এবং অশুভ যোগ রয়েছে। সমাজের নানা প্রান্তে অনেক কিছু বিশ্বাস ও অবিশ্বাসের সঙ্গে জড়িয়ে। অনেকের বিশ্বাস এই যে, জোড়া কলা খাওয়া একেবারেই অনুচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বলা হয়ে থাকে, বিশেষ করে কোনও মহিলাদের ক্ষেত্রে জোড়া খাওয়া অশুভ। এও বলা হয়, কোনও মহিলা যদি জোড়া কলা খান, তা হলে তার যমজ সন্তান হয়। যার ফলে যে কারণে গর্ভবতী মহিলাদের জোড়া কলা খেতে নিষেধ করেন কমবেশি সকলের বাড়ির বড়রা।

উল্লেখ্য, পুরো বিষয়টির সঙ্গে কোনওরকম বৈজ্ঞানিক যোগ নেই। বিজ্ঞানের কথা যদি বলতে হয়, তা হলে বলতে হয় কলা পুষ্টিকর একটি ফল। ক্যালসিয়ামে ভরপুর। কলা খেলে হাড় বেশ শক্তিশালী হয়। ফলে এটি খেলে শরীরে পুষ্টি যায়। রোজ একটি কলা খেলে এনার্জি মেলে।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।