
আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অসাবধানতায় খাবারের সঙ্গে ছোটখাটো পিঁপড়ে মুখে চলে আসে। কেউ কেউ তো জেনে শুনেও তা গিলে ফেলেন। ফলে সাধারণ প্রশ্ন ওঠে — পিঁপড়ে গিলে ফেললে শরীরে কোনও ক্ষতি হয়? কী বলছে বিজ্ঞান?
পিঁপড়ে সাধারণ কীট, যার শরীরে প্রোটিন, সামান্য অ্যাসিড, ব্যাকটেরিয়া, ও রাসায়নিক উপাদান থাকে। বিশেষ করে কিছু পিঁপড়ের শরীরে থাকে ফর্মিক অ্যাসিড (formic acid), যা তারা আত্মরক্ষার্থে নিঃসরণ করে।
তবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ১–২টি পিঁপড়ে ভুলবশত গিলেও ফেলেন, সাধারণত তাতে কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি থাকে না। আমাদের পেটের হজমের শক্তি এতটাই প্রবল যে, পিঁপড়ের চামড়া বা ফর্মিক অ্যাসিড সহজেই নষ্ট হয়ে যায়।
মনে রাখবেন, যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তারা পিঁপড়ে গিলে ফেললে শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া (র্যাশ, চুলকানি, মুখ ফুলে যাওয়া) হতে পারে।
আবার সব পিঁপড়ে সমান নয়। কিছু লাল পিঁপড়ে বা fire ants কামড় দিলে বিষ ঢুকিয়ে দেয়। সেগুলি যদি জীবিত অবস্থায় গিলে ফেলা হয়, তাহলে গলার মধ্যে জ্বালাভাব বা ইনফ্ল্যামেশন হতে পারে। গলায় গিয়ে কামড়ে দিলে ফুলে বন্ধ হতে পারে শ্বাস প্রশ্বাসের পথ। তাই সাবধান।
পিঁপড়েরা ময়লা বা আবর্জনার মধ্যে চলাফেরা করে। ফলে তাদের শরীরে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গ্যাস্ট্রিক সংক্রমণের কারণ হতে পারে। পেটব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া হলে সাবধান।
পিঁপড়ে গিলে ফেললে কী করবেন?
একাধিক পিঁপড়ে গিলে ফেললে প্রথমে জল খান। গলায় জ্বালা বা অস্বস্তি অনুভব করলে ঠান্ডা দুধ খান বা বরফ চুষে খান। যদি অ্যালার্জি বা ইনফেকশনের লক্ষণ দেখা দেয়, চিকিৎসকের পরামর্শ নিন।
পিঁপড়ে গিলে ফেলা খুব একটা গুরুতর স্বাস্থ্যঝুঁকি নয়, বিশেষ করে যদি পরিমাণ কম হয়। তবে অ্যালার্জি, ব্যাকটেরিয়া বা বিষাক্ত জাতের পিঁপড়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকাই সবচেয়ে শ্রেয়।