ঘুম থেকে উঠেই কালো বিড়াল দেখেছেন! শুভ না অশুভ, কেমন যাবে দিন?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 13, 2025 | 6:50 PM

Black Cat: কালো বিড়ালের কথা শুনলেই অলৌকিক, অশুভ এমন অনেক ধরনের শব্দ মনে আসে সকলের। কালো বিড়াল সামনে থাকলেই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই রঙের বিড়াল রাস্তা পারাপার করলে তো এমনিতেই অশুভ হিসাবেই ধরে নেওয়া হয়।

ঘুম থেকে উঠেই কালো বিড়াল দেখেছেন! শুভ না অশুভ, কেমন যাবে দিন?

Follow Us

কালো বিড়ালের কথা শুনলেই অলৌকিক, অশুভ এমন অনেক ধরনের শব্দ মনে আসে সকলের। কালো বিড়াল সামনে থাকলেই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই রঙের বিড়াল রাস্তা পারাপার করলে তো এমনিতেই অশুভ হিসাবেই ধরে নেওয়া হয়। তাই তো কালো বিড়াল রাস্তা কাটলে কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। কেউ আবার দেখেন আগে অন্য কেউ রাস্তাটা পার করল কিনা। কিন্তু আচমকা যদি বাড়িতে কালো বিড়ালের দর্শন পাওয়া যায় তাহলে কী হবে? ভোপালের জ্যোতিষী ও বাস্তু পরামর্শক হিতেন্দ্র কুমার শর্মা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। যদি সকালে ঘুম থেকে ওঠার পরেই কালো বিড়ালের দর্শন পান তাহলে তা কোনও ভাবেই অশুভ নয়। ঘুম থেকে ওঠার পর কালো বিড়াল দেখতে পেলে তা অতিথি সমাগমের ইঙ্গিত। তা পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হওয়ার ইঙ্গিতও দেয়।

যদি কোনও কালো বিড়াল বাড়িতে গোপনে আসে এবং নিজে থেকে চলে যায় তা সেই ব্যক্তির জন্য সৌভাগ্যের প্রতীক। ঘরের পরিবেশও মনোরম থাকে এ ক্ষেত্রে। তবে কালো বিড়ালের মধ্যে ঝামেলা হলে তা ঘরোয়া ঝামেলার ইঙ্গিত। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যেও সমস্যা দেখা দেয়। উল্লেখ্য, কালো বিড়াল অশুভ মানার বিষয় অনেক ধরনের বিশ্বাস রয়েছে। ৩০০০ খ্রীস্টপূর্বাব্দে ইজিপ্সিয়ানরা বিশ্বাস করতেন কালো বিড়ালের মধ্যে আধ্যাত্মিক কিছু শক্তি রয়েছে। তাই সেখানকার মানুষেরা কালো বিড়ালকে পুজো করতেন। পরবর্তীকালে অবশ্য ইউরোপের মানুষদের ক্ষেত্রে পুরো অর্থই বদলে যায়। ১৫৬০ সালে ইউরোপের নানা উপকথায় কালো বিড়ালকে অশুভ হিসাবে দেখানো হয়।

Next Article