
পান্তা ভাত, নামটা শুনলেই হয়তো অনেকের মনে আসে গ্রামের খেটে খাওয়া মানুষের সকালবেলার জলখাবারের ছবিটা। কিন্তু আমাদের এই অতি সাধারণ, ঐতিহ্যবাহী খাবারটি আধুনিক পুষ্টিবিজ্ঞানের চোখে এক ‘প্রোবায়োটিক পাওয়ারহাউস’ বা প্রাকৃতিক সুপারফুডও বলা যায়। রাতের বেঁচে যাওয়া ভাতে জল দিয়ে সকালবেলা খাওয়ার এই পদ্ধতিটিকে দীর্ঘদিন ধরে গরীবের খাবার বলে হালকাভাবে নেওয়া হয়েছে। অবশ্য সাম্প্রতিক গবেষণা এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তুলে ধরেছে। গাঁজন (Fermentation) প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি এই খাবারটি শুধু শরীরকে ঠান্ডাই রাখে না, বরং এটি যেহেতু বহু মূল্যবান পুষ্টিগুণে ভরপুর, তাই আমাদের স্বাস্থ্য ও জীবনশৈলীর জন্য অপরিহার্য। চলুন জেনে নেওয়া যাক এই অতি পরিচিত খাবারটির অজানা স্বাস্থ্য রহস্যগুলি।
প্রোবায়োটিকের উৎস: পান্তা ভাতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ব্যাক্টেরিয়া জন্মায়, যা এক প্রকার উপকারী প্রোবায়োটিক। এটি হজমশক্তি বাড়াতে এবং পেটের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
যেমন – আয়রন তৈরি হয়। পান্তা ভাতে আয়রনের পরিমাণ অনেক গুণ পর্যন্ত বাড়ে, যা রক্তশূন্যতা (অ্যানিমিয়া) কমাতে সহায়ক।
ক্যালসিয়াম , পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদানগুলোর পরিমাণও বৃদ্ধি পায়। যা হাড়ের স্বাস্থ্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
ভিটামিন বি১২ মেলে। গাঁজনের কারণে এই ভিটামিনটির পরিমাণ বাড়ে, যা ক্লান্তি দূর করতে ও স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে।
মনে রাখা জরুরি, পান্তা ভাত স্বাস্থ্যকর হলেও এটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সঠিকভাবে তৈরি করা উচিত। পান্তা ভাত শুধু একটি ঐতিহ্যবাহী বা অর্থনৈতিক সাশ্রয়ী খাবার নয়, এটি স্বাস্থ্য ও বিজ্ঞানের এক দারুণ মেলবন্ধন। এর প্রোবায়োটিক গুণাগুণ অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি দূর করে। একই সঙ্গে, আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি১২-এর মতো খনিজ ও ভিটামিনের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাওয়ায় এটি আমাদের শরীরের জন্য এক মূল্যবান পুষ্টিকর খাদ্য।