
সৌন্দর্য বাড়াতে মেয়েরা চোখে কাজল লাগান। টানা কাজল লাগালে চোখ আরও গাঢ় লাগে। সুন্দর লাগে মুখশ্রী। অনেক সময় মেকআপ করতে গিয়ে ভুলবশত কাজল চোখের ভিতরে ঢুকে যায়। এমন সময় চোখ জ্বালা করতে পারে। শুধু তাই নয়, আচমকা চোখে কাজল ঢুকে গেলে জল পড়তে পারে, চোখ লাল হয়ে যায়। এই সময় অনেকেই বুঝতে পারেন না কী করবেন। ভুল কিছু সিদ্ধান্ত নিলে সমস্যা গুরুতর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এতে অন্ধ হয়ে যাওয়ার ভয় নেই। কিন্তু চোখে ইনফেকশন মারাত্মক আকার ধারন করলে দৃষ্টিশক্তি যেতে পারে। সঠিক সময়ে চিকিৎসা করলে সমস্যার কিছু নেই, জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিম্নে আলোচনা করা হল কিছু সহজ ও ঘরোয়া উপায়, যা কাজে লাগালে কাজল চোখে ঢুকে গেলেও তাৎক্ষণিক আরাম হতে পারে।
আচমকা চোখে কাজল ঢুকে পড়লে যে ৫টি কাজ করবেন –
১. চোখ ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। পরিষ্কার ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার চোখ ধুয়ে ফেলতে হবে। তাতে চোখে থাকা অতিরিক্ত কাজল ধুয়ে যাবে এবং জ্বালা কমবে।
২. চোখে জ্বালা বা অস্বস্তি হলেও বারবার ঘষবেন না। এর কাজল আরও ভিতরে ঢুকে যেতে পারে এবং ইনফেকশন হতে পারে।
৩. পরিষ্কার তুলো বা টিস্যু দিয়ে আলতো করে মুছতে হবে। চোখের আশপাশে যেটুকু কাজল ছড়িয়ে আছে তা আলতো করে মুছে ফেলুন।
৪. চোখের ভেতরে কাজল ঢুকে গিয়ে চোখ যদি সামান্য ফুলে ওঠে, তা হলে ঠান্ডা জলে ভেজানো তুলো চোখে ৫–১০ মিনিট রেখে দিন। তাতে জ্বালা ও লালচে ভাব কমবে।
৫. চোখ পরিষ্কার করার পর চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। পারলে হালকা আলোতে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকুন। তাতে অস্বস্তি অনেকটা কমে যায়।
উল্লেখ্য, যদি চোখে প্রচণ্ড জ্বালা বা ব্যথা করে, লালচে ভাব বাড়তে থাকে বা ফোলা না কমে, দৃষ্টিশক্তি ঝাপসা লাগে তা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।