Lakshmi Puja: মা লক্ষ্মীকে ধরে রাখতে পুজোর পরের দিন কী করা উচিত?

প্রচলিত বিশ্বাস ও হিন্দু শাস্ত্র অনুযায়ী, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যধামে নেমে আসেন। এবং যে সকল বাড়িতে সেদিন আলো জ্বলে, প্রদীপ জ্বলে সেখানে তিনি প্রবেশ করেন। সেই পরিবারের ব্যক্তিরা মা লক্ষ্মীর আশীর্বাদ পান। তাঁদের সংসারে অভাব অনটন থাকে না।

Lakshmi Puja: মা লক্ষ্মীকে ধরে রাখতে পুজোর পরের দিন কী করা উচিত?
মা লক্ষ্মীকে ধরে রাখতে পুজোর পরের দিন কী করা উচিত?Image Credit source: নিজস্ব চিত্র

Oct 05, 2025 | 5:22 PM

কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন কমবেশি সকলে। এ বছর লক্ষ্মীপুজো ৬ অক্টোবর, সোমবার। এদিন সন্ধেতে ভক্তিভরে, নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলে আশীর্বাদ মেলে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন অনেকে ব্রতও করেন। শাস্ত্র বলছে, লক্ষ্মীপুজোর সময় মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য ঘি-এর প্রদীপ জ্বালাতে হয়। অনেকে প্রতিমা নিয়ে এলে লক্ষ্মী পুজো করেন। কেউ কেউ আবার সরা বা ঘটেও পুজো করেন। পুজোর দিন কী কী করা উচিত, তা অনেকেই জানেন। কিন্তু পুজোর পরদিন কী করলে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন, তা অনেকের অজানা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

যে বাড়িতে আলো জ্বলে মা লক্ষ্মী সেখানে প্রবেশ করেন

প্রচলিত বিশ্বাস ও হিন্দু শাস্ত্র অনুযায়ী, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যধামে নেমে আসেন। এবং যে সকল বাড়িতে সেদিন আলো জ্বলে, প্রদীপ জ্বলে সেখানে তিনি প্রবেশ করেন। সেই পরিবারের ব্যক্তিরা মা লক্ষ্মীর আশীর্বাদ পান। তাঁদের সংসারে অভাব অনটন থাকে না।

কোগাজরী লক্ষ্মী পুজোর পরের দিন কী করবেন?

ঘট হোক বা সরা বা লক্ষ্মী প্রতিমা পুজো, পরদিন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। আসলে পুজোর পরদিন থাকে বিশ্রাম। এই দিনও পুজো করতে হয়। এমন দিনে মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালালেও তা হাত ঘুরিয়ে দেখাতে নেই। পাশাপাশি দেবী প্রতিমা, ঘট বা সরা লাল শালু দিয়ে ঢেকে দিতে হয়। পুজো হওয়ার পরের পর দিন অর্থাৎ এ বছরের নিরিখে যদি দেখা হয়, ৬ অক্টোবর পুজো, ৭ অক্টোবর বিশ্রাম আর ৮ অক্টোবর দেবীর জন্য দেওয়া শালু খোলার পালা। সেইসঙ্গে মা লক্ষ্মীকে যে ধান দেওয়া হয়, তা বাড়ির লক্ষ্মীর ভাঁড়ে ঢুকিয়ে রাখতে হয়। প্রতিমা পুজো করলে এই দিনে বিসর্জন দিতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।