
ফ্যাশন শুধু ট্রেন্ড নয়, স্মার্ট নির্বাচনও। কখনও কোনও পোশাক পরে মোটা লাগে আবার কোনও পোশাকে রোগা। ওজন রয়েছে একই অথচ জামার স্টাইলেই বদলে যায় চেহারা। জানেন, কিভাবে পোশাক বদলে দিতে পারে আপনার চেহারা? পোশাকের কাট, রং আর ডিজাইন শরীরকে স্লিম বা মোটা দেখাতে পারে। তাহলে কোন জামাতে আপনাকে স্লিম দেখায়? আর কোন পোশাকে মোটা? জেনে নিন ফ্যাশন এক্সপার্টদের মত।
ডার্ক বা গাঢ় রঙের পোশাক – ডার্ক শেড যেমন: কালো, নেভি ব্লু, ডার্ক গ্রে এই রং গুলো আলোতে কম প্রতিফলিত হয়ে শরীরকে পুরোটা একধরনের টোনে দেখায়, ফলে স্লিম মনে হয়।
মনোক্রোম (এক রঙের আউটফিট)- যখন টপ থেকে বটম পর্যন্ত একই রঙ বা একই রঙের শেডে সাজবেন, তখন শরীরের বিভাজন কম চোখে পরে।আর তার ফলে শুধু রোগা নয় আপনাকে লম্বাও দেখাবে।
High-Waisted bottom – High-Waisted প্যান্ট বা স্কার্ট পেটকে চেপে রাখে ফলে শরীরের নীচের অংশকে লম্বা দেখায়, আর ভিজ্যুয়ালি স্লিম লাইন তৈরি করে।
ভার্টিক্যাল লাইনের ডিজাইন- স্ট্রাইপ বা কাট যদি উপর থেকে নীচ পর্যন্ত দেহের লাইন বরাবর থাকে তাহলে শরীর লম্বা এবং রোগা লাগে।
কোন কোন জামা পড়লে আপনাকে মোটা লাগবে?
ভারি মোটা ফেব্রিক- যেমন ভারী উল, কোর্ডরয় বা ভেলভেট—এসব কাপড় দেহে ভলিউম যোগ করে এবং ‘বাল্কি’ লুক দেয়. খুব ঢিলা বা খুব টাইট পোশাক- যদি জামা খুব বেশি ঢিলা হয়, তাহলে শরীরের প্রকৃত লাইন ঢাকা পড়ে যায়। আর অনেক বেশি টাইট হলে সেটা পেটে বা শরীরের জায়গায় চাপ সৃষ্টি করে—যা ভিজ্যুয়ালি ভারী দেখায়।
হরাইজন্টাল স্ট্রাইপ বা বড় প্রিন্ট- হরাইজন্টাল স্ট্রাইপের জামা পড়লে শরীর চওড়া দেখায়। তবে শরীরের প্রোপোরশন বুঝে স্টাইল করা গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ফ্যাশন স্টাইলিস্ট Susannah Constantine, জানিয়েছেন “ব্যক্তির সিলুয়েটকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে মনোক্রোম বা একই টোনে সাজা সবচেয়ে কার্যকর। একই রঙে সাজালে শরীরের লাইন লম্বা মনে হয়—ফলশ্রুতিতে ফিগার স্লিম দেখায়।”
স্টাইলিস্ট আরিনা মুখোপাধ্যায়ের মতে “ড্রেসিংয়ের মাধ্যমে আপনি দেহের ভিজ্যুয়াল লাইন পাল্টাতে পারেন—পুরোটা ওজনের ওপর নির্ভর করে না। স্লিম লুক পেতে চাইলে রঙ, কাট ও ফিটিং—এসব মিলিয়ে সিদ্ধান্ত নিন।”
যদি নিজেকে রোগা দেখাতে চান তাহলে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে।
জামা যদি আপনার সঠিক মাপের হয়, সে নিজেই একটি স্ট্রাকচার তৈরি করে। তাই জমা খুব বেশি টাইট বা ঢিলা বানাবেন না।
অতিরিক্ত লেয়ারিং শরীরকে ভারী দেখাতে পারে—সুতরাং পাতলা লেয়ার নির্বাচন করুন।
ভি-নেক বা লং লাইনের জামা পড়লে রোগা লাগতে পারে।