Women Psychology: মহিলারা কেন বয়সে ছোট পুরুষকে প্রেমিক হিসাবে পেতে চায়? আসল কারণটা জানেন?

Women Psychology: মেয়েরা কেন অনেক সময় ছোট বয়সের পুরুষকে প্রেমিক হিসাবে পেতে চান। এটি একটি মনোবিজ্ঞানভিত্তিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রভাবিত বিষয়। কেন এমনটা হয়? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন ধরুন -

Women Psychology: মহিলারা কেন বয়সে ছোট পুরুষকে প্রেমিক হিসাবে পেতে চায়? আসল কারণটা জানেন?

May 06, 2025 | 5:04 PM

মেয়েরা কেন অনেক সময় ছোট বয়সের পুরুষকে প্রেমিক হিসাবে পেতে চান। এটি একটি মনোবিজ্ঞানভিত্তিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রভাবিত বিষয়। কেন এমনটা হয়? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন ধরুন –

১। ছোটদের উচ্ছাস –

ছোট বয়সের পুরুষরা সাধারণত বেশি প্রাণচঞ্চল, উদ্যমী ও উচ্ছ্বাসপূর্ণ হন। অনেক নারী এই ইতিবাচক শক্তি এবং উচ্ছ্বাসে আকৃষ্ট হন, বিশেষ করে যদি সেই মহিলা একটি স্থিতিশীল বা একঘেয়ে জীবনের মধ্যে দিন কাটান।

২। নিয়ন্ত্রণ ও পরিপক্বতার অনুভব –

মনোবিজ্ঞানীরা বলেন, অনেক নারী যখন নিজেদের জীবনে আত্মনির্ভর ও পরিপক্ব হয়ে ওঠেন, তখন তাঁরা এমন একজন সঙ্গীকে পছন্দ করেন যার ওপর কিছুটা প্রভাব রাখা যায়। যার জীবনে তাঁরা গাইডের ভূমিকা নিতে পারেন। এটি তাঁদের নিজের ক্ষমতা ও গুরুত্বের অনুভূতি জাগাতে পারে। যা অনেক মহিলা পছন্দ করেন।

৩। বয়স নয়, বোঝাপড়াই মুখ্য –

আধুনিক মনোবিদ্যার মতে, সম্পর্কের সফলতা নির্ভর করে বোঝাপড়া, পারস্পরিক সম্মান ও মনের সম্পর্কের ওপর। বয়সের ওপর নয়। অনেক ছোট বয়সের পুরুষও মানসিকভাবে যথেষ্ট পরিপক্ব হতে পারেন, যা অনেক নারীর কাছে আকর্ষণীয়।

৪। সামাজিক নিয়ম ভাঙার সাহস –

বর্তমান সময়ে অনেক নারী প্রচলিত সামাজিক গণ্ডি ভেঙে নিজের পছন্দ অনুযায়ী জীবন বেছে নিচ্ছেন। ছোট বয়সের পুরুষের সঙ্গে সম্পর্ক করা অনেক সময় এমন একটি ‘রোল ব্রেকিং’ সিদ্ধান্ত হতে পারে যা তাঁদের ব্যক্তিত্বে সাহস ও স্বাধীনতার প্রতিফলন ঘটায়।

৫। যৌবনের আকর্ষণ –

ছোট বয়সের পুরুষদের শারীরিকভাবে বেশি ফিট, ফ্রেশ ও আকর্ষণীয় লাগতে পারে। নারী মানসিকভাবে যেমন পরিপক্বতা খোঁজেন, তেমনি শারীরিক আকর্ষণও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেক্ষেত্রে যদি কোনও কম বয়সী পুরুষ অত্যন্ত আকর্ষণীয় হয় তাহলে তাঁর প্রতি আকর্ষণ বোধ করে নারীরা।

বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-