AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

না জেনেই ঘনঘন মেকআপ ব্র্য়ান্ড বদলাচ্ছেন! ভয়ানক ক্ষতি হওয়ার আগে সাবধান

ত্বকের সমস্যার মধ্যে অন্যতম হল ব্রণ। মেয়েদের একটি নির্দিষ্ট বয়সের পর ব্রণ নাজেহাল করে ছাড়ে। যার কারণ অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে জানেন কি, নিজের দোষেই অনেকে এই সমস্যা ডেকে আনেন। যার পিছনে মেকআপ ব্র্যান্ডের পরিবর্তন অন্যতম কারণ। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। জানেন ঘনঘন নতুন প্রোডাক্ট ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে ত্বকের?

না জেনেই ঘনঘন মেকআপ ব্র্য়ান্ড বদলাচ্ছেন! ভয়ানক ক্ষতি হওয়ার আগে সাবধান
| Updated on: Jan 10, 2026 | 11:59 AM
Share

মেকআপ প্রোডাক্ট বাছাই করা বেশ কঠিন। ট্রেন্ড দেখে , ইনফ্লুয়েনসার কিংবা সেলিব্রিটিদের পোস্ট বিজ্ঞাপন দেখে অনেকেই মেকআপ প্রোডাক্ট বদলের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কেউ-কেউ আবার একই প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করতে চান না। বাজারে নতুন কোনও প্রোডাক্ট এলেই সঙ্গে সঙ্গে তা পাল্টে ফেলা কি আদপে সঠিক সিদ্ধান্ত? তাতে সত্যি কি কোনও উপকার মেলে? নাকি অচিরেই তা ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? চলুন জেনে নেওয়া যাক।

ত্বকের সমস্যার মধ্যে অন্যতম হল ব্রণ। মেয়েদের একটি নির্দিষ্ট বয়সের পর ব্রণ নাজেহাল করে ছাড়ে। যার কারণ অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে জানেন কি, নিজের দোষেই অনেকে এই সমস্যা ডেকে আনেন। যার পিছনে মেকআপ ব্র্যান্ডের পরিবর্তন অন্যতম কারণ। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। জানেন ঘনঘন নতুন প্রোডাক্ট ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে ত্বকের?

Journal of Clinical and Aesthetic Dermatology-র তথ্য থেকে জানা গিয়েছে, প্রত্যেকের ত্বকের উপর একটি প্রাকৃতিক সুরক্ষা (Skin Barrier) স্তর থাকে। ফলে বারবার মেকআপ প্রোডাক্ট বদলালে ত্বকের ধরন বদলে যায়। ঘনঘন কেমিক্যাল, সুগন্ধী, প্রিজারভেটিভ বদল ত্বক সহ্য করতে পারে না। ফলে ব্যাকটেরিয়া সহজে ত্বকে প্রবেশ করে, ব্রণর সমস্যা দেখা যায়।

আবার American Academy of Dermatology তথ্য বলছে, নতুন মেকআপ ব্যবহার করার ২–৩ সপ্তাহের মধ্যেই ব্রণ বাড়লে, তার অন্যতম কারণ হচ্ছে প্রোডাক্টের উপাদান। একটি নতুন প্রোডাক্টে ত্বক মানিয়ে নিতে গড়ে ২–৪ সপ্তাহ সময় লাগে। তার আগেই আবার বদলে ফেললে স্কিনে ইরিটেশন, ব্রণর মতো সমস্যা দেখা দেয়। British Journal of Dermatology অনুযায়ী, নতুন মেকআপ মানেই নতুন গন্ধ, যা ত্বকের ওপরের প্রাকৃতিক তেলকে নষ্ট করে। ফলে ত্বক নিজেকে বাঁচাতে আরও বেশি তেল তৈরি করে। ফলে লোমকূপ বন্ধ হয়েও ব্রণ হয়।

International Journal of Cosmetic Science অনুযায়ী নতুন মেকআপের সঙ্গে পুরনো ব্রাশ ব্যবহার করলেও হয় ত্বকের ক্ষতি। ঘনঘন প্রোডাক্ট বদলালে, পরিষ্কার না করা ব্রাশে জমে থাকে পুরোনো প্রোডাক্ট থেকে তৈরি হওয়া ব্যাকটেরিয়া, যা সরাসরি ত্বকের ছিদ্র ঢুকে ব্রণ বাড়ায়।

এই সমস্যার সমাধান মিলবে কীভাবে?

  • একসঙ্গে একটার বেশি নতুন মেকআপের ব্র্যান্ড ব্যবহার করবেন না।
  • অন্তত ৩ সপ্তাহ সময় নিন। সুগন্ধী ছাড়া প্রোডাক্ট বেছে নিন ।
  • ব্রাশ ও স্পঞ্জ সপ্তাহে ১–২ বার পরিষ্কার করুন।

মেকআপের ব্র্যান্ড বদলানো খারাপ নয়, কিন্তু ঘনঘন ও পরিকল্পনা ছাড়া বদলালেই পরবেন বিপদে।