Dilip Ghosh: কোচবিহারে সব আসনেই জয়? তৃণমূলকে ধরাশায়ী করার হুঙ্কার দিলীপের
BJP: এবার কোচবিহারে তৃণমূলকে ধরাশায়ী করার বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসের সুর শোনা গেল তাঁর গলায়। একইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের তুলোধনা করেন দিলীপ। বিজেপি নেতার সাফ কথা, বাংলাদেশে যা চলছে এখানেও একই পরিস্থিতি। সর্বত্র অরাজকতা চলছে। পশ্চিমবাংলায় কোনও কিছুই সিস্টেমে চলছে না।
কোচবিহার: ফের যেন পুরনো মেজাজে ভোটের ময়দানে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিকে দিক করছেন সভা। এবার কোচবিহারে তৃণমূলকে ধরাশায়ী করার বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসের সুর শোনা গেল তাঁর গলায়। একইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের তুলোধনা করেন দিলীপ। বিজেপি নেতার সাফ কথা, বাংলাদেশে যা চলছে এখানেও একই পরিস্থিতি। সর্বত্র অরাজকতা চলছে। পশ্চিমবাংলায় কোনও কিছুই সিস্টেমে চলছে না।

